আমাদের কথা খুঁজে নিন

   

হঠাত করেই এক জীবন ব্যঞ্জনায়

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি জীবন আছে- তাইতো আমি আকাশে মেঘ দেখি মেঘ দেখি - নীল আকাশে ভেসে ভেসে মেঘ দেখি- নিত্য দিনে পাগল চিলের ডানা ছুঁয়ে। আমি বিষ্টি দেখি -নিত্য দিনে ঝরণা চোখের কাজল ভিজে গড়ায় নিচে জীবন আছে- তাইতো আমি এখন তন্দ্রা পেতে। জীবন আছে- তাইতো আমি ভালোবেসেছি- খনে খনে- গভীরভাবে ছোটবেলার টুম্পা রুম্পা আর সুষমকালের দুষ্ট ইম্পা শামমী মনির শব্দজালে ভরা চিঠি, শাপলার সেই চোখের পানি মাঝে মাঝে আমি গভীরভাবে ভাবি। জীবন আছে বলেই- সুদর্শন তানভীর প্রেম করে একে একে মানোয়ার চাকরি করে, আড্ডা মারে বান্ধবীদের দিকে তাকায় মায়া মায়া চোখে। প্রণব ভৌমিক চেহারার মধ্যে গবেষক গবেষক ভাবটা দিনদিন আরো বাড়িয়ে তোলে।

জীবন আছে- তাইতো আমি রৌদ্র পুড়াই শীতের ত্বকে কষ্টে ভাসাই জীবনটাকে। প্রেমে পড়ি আহরহ। প্রেমিকা নাইতো কোন। শুনে উত্তরের নুরুলদীন বলেছিল- কেন বলোতো? সেদিন কিছু বলতে পারি নাই। আইজকা বলি- জীবন আছে- তাইতো আমি প্রেমিক কবি তাইতো আমি চরম দ্রোহী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।