আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীন দশেরে রাজনতৈকি দলগুলইি র্দূনীতরি র্শীষ অবস্থানে এ দু:খ কোথায় রাখবনে ! আমরা তো বহোয়া বশেরম নই।

রাজনৈতিক দল,পুলিশ এবং বিচার বিভাগের হাত থেকে কিভাবে দেশকে রক্ষা যায় ! সব দোষ টি আই বির । রাজনৈতিক দল,পুলিশ বিভাগ,বিচার বিভাগ সব সতী সাদ্ধি শুদ্ধ ধোয়া তুলসীপাতা,ভালোকথা । রাজনীতিতে নির্বাচিত প্রতিনিধিরা কিছু ভাতা পেয়ে থকেন তা দিয়ে প্রাইভেট ব্যাংকের মালিক হওয়া যায় না,তা দিয়ে সুইচ ব্যাংকে জমা রাখা যায়না,দামী গাড়ী বিলাস বহুল জীবন যাপন হয়না তা কি নেতা কর্মীরা জানেন ! একজন পুলিশের যা বেতন তা দিয়ে কিছুদিন চাকুরী করেই বড় শহরে নিজের বাড়ী গাড়ী করা যায়না তা কি পুলিশ কর্তারা জানেন ! ধন্যবাদ টি আই বিকে সৎ ও সাহসী তথ্য জনগণের কাছে প্রকাশ করার জন্য। রাজনৈতিক দলগুলি জেগে থেকে ঘুমানোর ভাব করছে। ভোটের আগেই পর্যায়ক্রমে খমতায় থাকা দলগুলির উচিত জনগনের সামনে সত্য তুলে ধরা।

জনগনকে বলা আমরা যারা পর্যায়ক্রমে দেশ চালিয়েছি আমরা ধনীক শ্রেনীর প্রতিনিধি,আমরা নিজেদের ও অন্য ধনীদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে কাজ করেছি,করছি,ভবিষ্যতেও করবো । আমরা রাজনৈতিক দলগুলিই দুর্নীতির শীর্ষস্থানে আছি । গরীবের ভালো করার খমতা আমাদের নেই । সকল গরীবেরা কোনভাবেই যেন একজোট হতে না পারে রাজনৈতিক দলগুলিই তাই এ দল ও দলের মাধ্যমে বিভক্তি আর বিভেদ জিয়িয়ে রেখেছে। পাতানো কলহ করছে।

দলগুলি ধনীক শ্রেনীর প্রতিনিধি। মানুষ মানবাধিকার সভ্যতা মানে শুধু ধনীদের অভিজাত জীবন যাপন,আর গরীবের নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তায় জীবন নয়। রাজনৈতিক দল,পুলিশ এবং বিচার বিভাগের হাত থেকে দেশকে রক্ষার একমাত্র উপায় হতে পারে সম্পদের মালিকানা সীমাবদ্ধ আইন। রাজনৈতিক দলগুলির গঠনতন্ত্রে অর্ন্তভূক্ত করতে হবে যারা রাজনীতিকে পেশা হিসেবে নিতে চান তারা কেউই ৩০ লক্ষ টাকার বেশী মালিক হবেন না। যারা সংসদ নির্বাচনে প্রাথী হবেন তারা ৩০ লক্ষ টাকার বেশী মালিক হবেন না ।

পুলিশ বিচারক সরকারী সকল কর্মকর্তা কেউই বেতনের অতিরিক্ত খরচ করতে পারবেন না, বেতনের অতিরিক্ত টাকার মালিক হতে পারবেননা। নির্বাচনী ইশতাহারে উল্লেখ করতে হবে আমরা যে দলই ক্ষমতায় যাই সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে। যারা বেশী টাকার মালিক হতে চান তারা ফ্রেশ ব্যবসা করবেন,রাজনীতি নয়,রাজনীতিকে ব্যবহার করেও নয়। টি আই বির প্রতি একটি আবেদন তা হলো রাজিৈনতক দলগুলোর মধ্যে ক্রমান্বয়ে কোন দল বেশী দুর্নীতিবাজ সে তথ্য কি জনগনকে জানানো যায় ! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.