আমাদের কথা খুঁজে নিন

   

আমরা স্বাধীন দেশের কতটা স্বাধীন নাগরিক ?

মোঃ রাইসুল করিম রিয়াদ আজ ঘোড়াশাল থেকে ঢাকা আসার সময় মনে হলো যুদ্ধবিদ্ধস্ত কোন দেশে প্রবেশ করছি । চারদিকে থমথমে ভাব, রাস্তাঘাটে লোক জনের পরিমান খুব কম । ঘোড়াশাল ব্রীজ পার হতেই দেখি একটা ভাঙ্গা গাড়ী । কালীগঞ্জ মোড়ে আসতেই দেখি একটা আগুনে পোড়া ট্রাক রাস্তায় পড়ে আছে , পুবাইলে ভাঙ্গা ম্যাক্সী । রাস্তার বেশির ভাগ জায়গাতেই ছড়ানো ছিটানো কাচেঁর টুকরা ।

ভাবছিলাম, এটা কি কোন স্বাধীন দেশ ? মনে হচ্ছিল কোন হানাদার বাহিনী সারা দেশ চষে বেড়িয়ে গেছে । তার ক্ষত চিহ্ন আমার বাংলা মা বয়ে বেড়াচ্ছে । একদল দম্ভ করে বলে বেড়াচ্ছে জনগন অবরোধ স্বতঃস্ফুর্ত ভাবে সমর্থন করেছে । আরেক দল বলছে, জনগন অবরোধ প্রত্যাক্ষান করেছে । কই তারা তো আমাদের কাছে একবারও আসেনি , তারা তো জানতে চাইনি জনগন কি চায়, দেশে কিসের অভাব ? তারা মনে করে, তাদের নেতা কর্মীরাই শুধু এদেশের নাগরিক, তারাই শুধু এদেশের জনগন ।

আর আমরা আমজনতা - ম্যাংগ্যু পিপুল । আমরা তাদের গোনাই পড়ি না । আসলে আমরা স্বাধীন দেশের কতটা স্বাধীন নাগরিক ? নাকি এই দুই দলের কাছে আমরা এখনো পরাধীন ? শুধু ভোটাধীকার প্রয়োগই কি স্বাধীনতা ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.