আমাদের কথা খুঁজে নিন

   

গৃহকর্মী 'নির্যাতনকারী' এসআই বরখাস্ত

আমি আমাকে চিনি না পাবনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু রোমেলার ওপর নির্যাতনের অভিযোগ ওঠার পর সীতাকুণ্ড থানার উপপরিদর্শক শাহেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডু থানার ওসি নূর মোহাম্মদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "পাবনার সাঁথিয়া থানা থেকে পাঠানো অভিযোগটি গতকাল দুপুরে মামলা হিসেবে নথিভুক্ত করার পর শাহেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। " রোমেলার বাড়ি পাবনায় সাঁথিয়া উপজেলার নান্দিয়ারা গ্রামে। সে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক শাহেদের বাড়িতে কাজ করতো।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় শাহেদ আলী ও তার স্ত্রী সুইটি বেগমকে আসামি করে মামলা করেছেন রোমেলার বাবা। তবে মামলার পর থেকেই ওই দম্পতি পলাতক। রোমেলার বাবা রিয়াজুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসআই শাহেদের বাড়িও একই এলাকায়। নয় মাস আগে সীতাকুণ্ডে শাহেদের বাসায় কাজ শুরু করে রোমেলা। শুরু থেকেই তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলো শাহেদ ও তার স্ত্রী।

এক সপ্তাহ আগে গরম খুন্তির ছ্যাঁকা খেয়ে অসুস্থ হয়ে পড়ে রোমেলা। এরপর অভিভাবকদের ডেকে এনে অসুস্থ রোমেলাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন শাহেদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোমেলাকে গত বুধবার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.