আমাদের কথা খুঁজে নিন

   

মুহাম্মদ জাফর ইকবাল ও তার মেয়ের কতিপয় ছবি এবং আমাদের মানসিকতা

A candle loses nothing if it is used to light another one. অনেকটা মেজাজ খারাপ করেয় এই কথা গুলি লিখতে বসলাম তাই আগেভাগেয় বলে নিই যদি আমার লেখায় আপনারা কস্ট পান বা আমার লেখায় কোন ভুল পান তবে তা ক্ষমা সুলভ চোখে দেখবেন। গত কয়েকদিন যাবাত সামু সহ বেশ কয়েকটি ব্লগে জাফর ইকবাল এবং তার মেয়ের আনেক সমালোচনা হচ্ছে। বিষয়টি হচ্ছে তার মেয়ের আমেরিকান জীবন যাপনের কিছু ছবি আর বোরখা,হিযাব নিয়ে জাফর ইকবালের মন্তব্য। এই বিষয়গুলি নিয়ে এত সমালোচনা হচ্ছে যে কেও কেও তাকে আমেরিকার দালাল আবার কেও কেও তাকে বলছে উনি বাংলাদেশে নাস্তিকতা বাদ কায়েম করার চেষ্টা করতেছেন এবং পরিশেসে ভয়াবহ কথা হচ্ছে জাতিকে উনি কি কি দিয়েছেন তার লিষ্টও কেও কেও জানতে চাচ্ছে। এখন আমি আমার মতামত হিসেবে যা বলতে চাই মুহাম্মদ জাফর ইকবাল পৃথীবির অন্যতম সেরা বিদ্যাপিঠ থেকে সবোচ্চ ডিগ্রী ধারী হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন যেখানে প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক মেধাবী শুধু সুখ আর টাকার আসায় বিদেসে পারি জমায়।

উনি দেশে এসে একটা নতুন বিঃবিদ্যালয়ে যোগ দিয়ে মানুস গড়ার কাজে লেগে যান। সেই সাথে কিশোর ও তরুন দের জন্য অনেক ধরনের বিশেস করে science fiction বই লেখেন বা লিখে যাচ্ছেন। যা তরুন বা কিশোর সমাজকে খুব ই প্রভাবিত করে। মেডিকেল কলেজের Q.পেপার ফাঁস এর বিরুধেধ,জাতীয় education policy, সকল বিঃবিদ্যাঃ লয়ে একযোগে admission test নেয়ার ব্যাপারে ও sms এর মাধ্যমে registration,জাতীয় বিঃবিদ্যালয়ের দুরনিতী,গনিত উতসব এবং বাংলাদেশের রাজনীতির অসুস্থ মানোসিকতা নিয়ে ও আর ও আনেক বিষয় নিয়ে উনি লেখেন এবং কাজ করে যাচ্ছেন। এতকিছুর পর ও কি উনি আমাদের জন্য কি কি করছেন তার লিষ্ট চাওয়ার দরকার আছে।

এখন উনি বোরখা নিয়ে যে কথা বলছেন তা হয়ত অন্য ভাবে বলছেন মানে বোরখা পরলে তো কাও কে সহযে identify ও করা যায় না। আমি Dhaka university এর finance department এর একজন ধারমিক teacher এর মুখে ও বলতে শুনছি বোরখা পরা উচিত তবে মুখ খোলা রেখে, তা না হলে কাও কে specific ভাবে identify না করেয় কথা বলতে হয় এবং কে কোন বিষয়ে বলতেছে বুছতে অনেক সমস্যা হয়। জাফর ইকবাল তো সেটা ভেবে ও বোরখা নিয়ে কথা গুলু বলতে পারেন। আর উনি যদি সরাসরি বলেন বোরখা পরা যাবে না এটা পরলে সমস্যা হোক বা না হোক সেটা কোন ব্যাপার না তা হলে আমি অবশ্যই তার মতামতের সাথে একমত নই। কারন এটা যে কোন মেয়ে বা নারীর ব্যক্তিগত ব্যাপার সেখানে তার নাক গলানোর অধিকার নাই।

তবে আমার মনে হয় উনি সমস্যা গুলুর কথা ভেবেয় হয়ত বোরখা বা হিজাব নিয়ে কথা গুলু বলেছেন আর আমরা কিন্তু এখন ও জানি না আসলে উনি কি ভেবে কথা গুলু বলেছেন বা সে ব্যাপারে শোনার চেষ্টা ও করি নাই তার আগেয় আমরা সমালোচনার ঝর তুলেছি। এবার আসি ২য় ব্যাপারটায় উনার মেয়ে যেটা করেছেন সেটা আমাদের culture এর সাথে একেবারেয় বেমানান। ওটা American society তে approve করলে ও আমাদের দেশে কখন ই তা acceptable না বা acceptable হওয়া ও উচিত না আবশ্যই একজন বিখ্যাত মানুসের সন্তান হিসেবে এটা উনি ভুল করেছেন ছবি গুলা পাবলিক face এ introduce করে। এখন কথা হচ্ছে মানুস দোষ বা গুনের উরধে না। মানুস তার ভুল বুঝতে পারলেই যে বা যারা ভুল ধরিয়ে দেয় এটা তাদের সারথকতা।

ইসলামে সুস্পস্ষ্ট ভাবে লেখা আছে আল্লাহ পরনিন্দা কারীকে পছন্দ করেন না । তাই মুহাম্মদ জাফর ইকবাল সাহেবের মেয়ে যে ছবি গুলু আপলোঠ করেছিলেন তা সহজ ভাবে উল্লেখ করলে ও হত আর তার চেয়ে বর ব্যাপার ওটা ওনার ব্যাক্তিগত ব্যপার এত বেশি আমাদের নাক না গলালেও চলতো তাকে ব্যাপার টা নিয়ে সচেতন করে দিতে পারতেন বড় বা ছোট ভাই হিসেবে তাতে যদি উনি উনার ভুল বুঝতে পারতেন তাহলে ব্যাপারটা এত মাখামাখি হত না। অথচ উনি তো আছেন ই উনার পিতা মিহাম্মদ জাফর ইকবাল কে নিয়ে কম সমালোচনা হল না জাতি হিসেবে আমরা কত উন্নত বুঝতেই পারতেছেন। "জাগো" তে মুহাম্মদ জাফর ইকবালের আগমন নিয়ে ও অনেকে অনেক কথা বলেছেন সেখানে আমার মন্তব্য হচ্ছে ভাল কোন কিছুর উদ্যোগ নিয়ে উনার কাছে একবার যান তারপর দেখেন উনি আপনাকে না করে নাকি। জাগো তাদের ভালো দিক গুলি নিয়ে উনার কাছে গেলে তো উনি আসবেন ই নাকি।

কিন্তু তারা যে ভাওতাবাজ সেটা যানার পর ও কি মুহাম্মদ জাফর ইকবাল এসেছেন কিনা সেটাই হচ্ছে দেখবার বিষয়। আর উনি নাস্তিক না ধারমিক এটা উনার ব্যাক্তিগত ব্যাপার এটা নিয়ে আমাদের নাক না গলালেও চলবে। উনি মানুস হিসেবে ভাল না খারাপ জাতির জন্য উনি কি করছেন বা করতেছেন সেটা দেখেন আর আপনি কি করছেন বা করতেছেন, তারপর উনাকে নিয়ে সমালোচনা করেন। রাতারাতি বিখ্যাত হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিখ্যাত ব্যাক্তিদের নিয়ে সমালোচনা করা সেটা আপাদত না করলেও মনে হয় চলবে। আগে নিজেকে নিয়ে ভাবেন তারপর উনাকে নিয়ে মন্তব্য করেন।

পরিশেসে বলতে চাই মুহাম্মদ জাফর ইকবাল স্যার প্লিজ আমাদের মাফ করেন কারন মানুস তো দোষ গুনের বাইরে না আর ভুলে ও আমাদের ছেরে আন্য কোথাও যাওয়ার চিন্তা করবেন না কারন আপনাদের মত মানুস গুলা আসে আনেক ত্যাগ নিয়ে যাদের জন্য আমরা কিছুই করতে পারি না আর জাতি হিসেবে তো আমরা কখন ই মেধার মুল্যায়ন করতে জানি না। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।