আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলে হরিণ! হ্যাঁ

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। এ অদ্ভুত ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইডাহোর কেটচুমের হেমিংওয়ে ইলেমেন্টারি স্কুলে। গত সোমবার ভোর সাড়ে ৫টায় স্কুলের পাহারাদার এসে দেখেন, স্কুল ভবনের ভেতর একটি হরিণ। ভবনের কাঁচের দরজা ভেঙে এটি ভেতরে প্রবেশ করে। স্কুলের প্রিন্সিপাল ডন হেইসলি বলেন, দু’টি দরজা ভাঙলেও হরিণটি কোনো আঘাত পায়নি। দরজা দুটো মেরামত করতে কত টাকা খরচ হবে সে সম্পর্কে কিছু বলেননি প্রিন্সিপাল। পাহারাদার যখন একটি দরজা খুলে দেন তখন হরিণটি ভবন থেকে বের হয়ে যায়। Source: ইউপিআই। and http://dailynayadiganta.com ঢাকা, শনিবার, ৫ নভেম্বর ২০১১, ২১ কার্তিক ১৪১৮, ৮ জিলহজ ১৪৩২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।