আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলে আজ কি শিখেছ?

টুকিটাকি ভাবনাগুলো

স্কুলে আজ কি শিখেছ? আমার সোনা বাবা । স্কুলে আজ কি শিখেছ? আমার ছোট বাবা । আমি শিখেছি সরকার কখনও মিথ্যা বলেনা আমি শিখেছি যোদ্ধারা কখনও মরেনা আমি শিখেছি সবাই স্বাধীন । হ্যা, এটাই শিক্ষক আমাকে বলেছেন স্কুলে আমি এটাই শিখেছি বাবা আজকের দিন । স্কুলে আজ কি শিখেছ? আমার সোনা বাবা ।

স্কুলে আজ কি শিখেছ? আমার ছোট বাবা । আমি শিখেছি পুলিশ বন্ধু জনগনের আমি শিখেছি হাত অনেক বড় আইনের আমি শিখেছি খুনীরা মরেই প্রায়শ্চিত্ত করে যদিও খুনি চিনতে ভুল হতেই পারে । হ্যা, এটাই শিক্ষক আমাকে বলেছেন স্কুলে আমি এটাই শিখেছি বাবা আজকের দিন । স্কুলে আজ কি শিখেছ? আমার সোনা বাবা । স্কুলে আজ কি শিখেছ? আমার ছোট বাবা ।

আমি শিখেছি সরকারকে ক্ষমতাবান হতে হয় এটি সবসময়ই সঠিক, কখনই ভুল নয় আমাদের নেতারা খুব ভাল মানুষ আর তাদের আমরা নির্বাচিত করি বারেবার স্কুলে আজ কি শিখেছ? আমার সোনা বাবা । স্কুলে আজ কি শিখেছ? আমার ছোট বাবা । আমি শিখেছি যে যুদ্ধ এতটা খারাপ নয় আমি শিখেছি যুদ্ধের ইতিহাস গৌরবময় আমরা করেছি যুদ্ধ জার্মানী ও ইরাকে কোন দিন হয়ত দেবে সুযোগ আমাকে (পিট সিগারের [link|http://friendship-village.com/music/E/WhatDid.html|Mv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।