আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলে পাঠাতে

জানিনা খুব ছোট বেলার কথা | প্রাইমারী স্কুল যাওয়ার সময় হয়েছে মাত্র | স্কুলে যেতে চাইতাম না | অনেক দুরে (২ কি. মি. ) স্কুল হওয়ায় একটু বড় হয়েই সবাই স্কুলে যেত আমাদের বাড়ির এবং পারার সবাই | (এখন যদিও বাড়ির পাশেই স্কুল হয়েছে |) স্কুল এর সময় আব্বাও বের হত তার ব্যবসা প্রতিষ্ঠান এ যাওয়ার জন্য | যাওয়ার সময় আব্বার সাথে মটর সাইকেল এ যাওয়ার সোভাগ্য হলেও আসার সময় হেটে আসতে হত বাড়িতে | তখন এখনকার মত এত ভ্যান ছিল না গ্রামে | তারপর স্কুল ভীতি তো ছিলই | আব্বা- মা মিলে মজার ১ টা কৌশল ব্যবহার করতেন আমাকে স্কুলে নেয়ার জন্য | আব্বা বের হওয়ার আগে আমার জন্য মা এর ১ টা ভুল ধরত | তারপর আব্বা আমার হাতে একটি ছড়ি বা মারা যায় এরকম কিচ্ছু দিয়া বলত - "যাও তোমার মাকে মেরে এসো" | আমি দূর থেকে ছড়ি দিয়ে মারতাম | মা তখন মিথ্যা মিথ্যা কান্না করতেন | আমি তখন পালিয়ে যেতাম | আব্বা তখন আমাকে বোঝাতেন - আমার সাথে চল, এখন বাসায় থাকলে তোমার মা তোমাকে মারবে | মা কাদতে কাদতে আমার দিকে তাকাতেন | তখন আমি ভয়ে আব্বার সাথে স্কুলে বের হতাম | কি কৌশল তুমি ব্যবহার করতে মা? তুমি মিথ্যা মিথ্যা কাদলেও আমি তো সত্যি সত্যি মারতাম | মা, সেদিন তোমার প্রধান ইচ্ছাই ছিল আমাকে স্কুলে পাঠানো, ভালো ছেলের মত ছেলে বানানো | তাই হয়ত আমি আজ কম্পিউটার সফট ওয়ার ইঞ্জিনিয়ার |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।