আমাদের কথা খুঁজে নিন

   

নাসিক মেয়র আইভি, নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা এবং বাস্তবতা..........

জানিনা নারায়ণগঞ্জের নির্বাচিত মেয়র হিসাবে আমরা যোগ্য ও নিবেদিত একজন আইভিকে পেলাম। কিন্তু মেয়র পরবর্তী উনার কিছু কর্মকাণ্ড নিয়ে ব্লগে কয়েকটা পোষ্ট দেখে আমারও কিছু লিখতে ইচ্ছা হলো। Click This Link আমরা অনেকই কষ্ট পেয়েছি শামীম উসমানের সাথে একই ফ্রেমে তাকে দেখে যা শেখ হাসিনার উপস্থিতিতে ঘটেছে। আসলে আমাদের কষ্ট পেয়ে কোন লাভ নেই, আইভির পরিচয় সর্বপ্রথম উনি আওয়ামীলীগ তারপর নারায়ণগঞ্জের মেয়র ও শেষে একজন নারী। দলীয় সমর্থণ না দিয়ে শেখ হাসিনা উনাকে বঞ্চিত করেছে, উনি দৃঢ় মনোবল নিয়ে তারপরও নির্বাচন করে জয়ী হয়েছেন, এখন হাসিনা ফুলের মালা দিয়ে উনাকে বরণ করলেন।

এটা আমাদের কাছে স্বাভাবিকই মনে হচ্ছে কারণ আমরা রাজনৈতিক মঞ্চে এ ধরণের ঘটনা অনেক দেখেছি। বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়ে আবারো আগের দলে ফিরে আসে। আর জয়ী হতে না পারলে রাজনীতি সারা জীবনের জন্য শেষ হয়ে যায়। আচ্ছা আইভি যদি কোন কারণে জয়ী হতে না পারতো তবে তার রাজনৈতিক কারিয়ার তথা আওয়ামী ক্যারিয়ার সারা জীবনের জন্য শেষ হয়ে যেত। তখন শামীম উসমান বা শেখ হাসিনা উনাকে শান্তনা দেওয়ার সৌজন্যটুকু দেখাতেন না।

আওয়ামী নেতারা তখনো বিজয়ীর হাসি দিয়ে বলতেন শেষ পর্যন্ত আমাদের সমর্থিত প্রার্থীই জয় লাভ করেছে। শেখ হাসিনা তথা আওয়ামী নেতারা নারায়ণগঞ্জবাসীর সেন্টিম্যান্টের মূল্য তখনো দেয়নি এবং এখনো দিচ্ছে না। জয়ী ও পরাজিত মেয়রকে এক ফ্রেমে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করিয়ে শেখ হাসিনা নারায়ণগঞ্জবাসীকে কি ম্যাসেজ দিতে চাইছেন? দুজনের বিস্তর আদর্শগত পার্থক্য থাকায় তারা এক হয়ে নারায়ণগঞ্জবাসীর উন্নয়ন করবেন কিভাবে বুঝে আসছে না। আইভি শামীমকে নিয়ে একসাথে কাজ করবে এরকম কোন আশা নিয়ে ভোটাররা আইভিকে ভোট দেয় নাই। নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগের কনভেনর এস এম আকরাম, উনিও এই নির্বাচনে উৎসাহী ছিলেন কিন্তু দলীয় সিদ্ধান্তকে সন্মান জানিয়ে নির্বাচন করেননি।

এই ব্যক্তি গত ১০ বছর নারায়ণগঞ্জ আওয়ামীলীগের হাল ধরেছিলেন। এমনকি তত্ত্বাবধায়কের সেই জটিল সময়েও সংগঠনটির দায়িত্বে ছিলেন যখন শামীম উসমানরা ছিল দেশের বাইরে পলাতক। কিন্ত পার্টি থেকে উনি কি পেলেন? কিছুটা হতাশ হয়ে নাসিক নির্বাচনের পরের দিন উনি পদত্যাগ করলেন। অন্তত পদত্যাগের জন্য যে কারনটা উল্লেখ করেছেন আমি বলব উনি নিতান্তই একজন ভদ্রলোক। এই কাজটি সিইসিও করতে পারতেন কিন্তু ততটা ভদ্রতার পরিচয় তিনি দিতে পারেননি।

একজন সিনিয়র নেতা, গত ১০ বছর নারায়ণগঞ্জ আওয়ামীলীগের হাল ধরেছিলেন এমন একজন পদত্যাগ করায় কেন্দ্রীয় নেতারা বা নেত্রীর পক্ষ থেকেও কোন শান্তনা দেওয়া হলোনা বরং উনারা খুশী হয়েছেন পোষ্টটি ফাকাঁ হয়েছে বলে। আবার শুনলাম ঐ পোষ্টে নাকি শামীম উসমানকে বসানোর প্ল্যানিং চুড়ান্ত পর্যায়ে রয়েছে। যারা ভাবছেন শামীম উসমান ফেল করাতে তার সব শেষ হয়ে গেল তারা ভুল করছেন। উনি ফেল করায় মনে যে কষ্ট পেয়েছেন নেত্রী তা বুঝতে পেরেছেন ফলে তাকে পার্টি থেকে আরো ব্যাকআপ দেওয়া হবে যেন সব কষ্ট ভুলে উনি আবার নতুন ভাবে শুরু করতে পারেন। আর যারা ভাবছেন আইভি পাশ করায় নারায়ণগঞ্জবাসীর সব কিছু পাওয়া হয়ে যাবে আমি বলব তাদেরও এত আশা করার কিছু নেই।

শেখ হাসিনা কোন ভাবেই চাইবে না দুইজনের সম্পর্ক শীতল রেখে নাসিক পরিচালিত হোক যার কিছু লক্ষণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি। শেখ হাসিনা নির্দেশ দিলে উনি শামীম উসমানকে এভয়েট করে চলবেন এই সাহস হয়ত উনি চর্চা করবেন না। নাসিক নির্বাচনে নেত্রী উনাকে সমর্থন করুক বা না করুক উনি যে নেত্রীর ইচ্ছার বাইরে যাবেন না এটা স্পষ্ট কারন উনি তো বংশানুক্রতিক ভাবেই আওয়ামীলীগ। আর নেত্রী যেখানে শামীম উসমানের প্রতি বিশেষ উদার সেখানে নারায়ণগঞ্জবাসীর এতটা উচ্ছাসের কোন কারণ নেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.