আমাদের কথা খুঁজে নিন

   

নাসিক নির্বাচন: ২০ হাজার নতুন ভোটার অংশ নিতে পারছে না

নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না নারায়ণগঞ্জের ২০ হাজার নতুন ভোটার। নতুন এ ভোটাররাই অনেক সময় নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। সাধারণত প্রতিবছর ভোটার হওয়ার মতো অবস্থায় আসেন আঠারো বছর বয়স অতিক্রম করা মোট ভোটারের হার অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার মোট চার লাখ তিন হাজার ৮৩২ জন ভোটারের বিপরীতে নতুন ভোটার ও বাদ পড়া ভোটারের সংখ্যা ২০ হাজারের বেশি। নির্বাচন কমিশনের উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘গত ২০০৯-২০১০ সালের ভোটার হালনাগাদ করার হার অনুযায়ী এ সিটি কর্পোরেশনে নতুন ভোটার এবং বাদ পড়া ভোটারদের সংখ্যা কমপক্ষে ১৮ হাজার। ’ নতুন এ ভোটাররা ভোটার তালিকা হালনাগাদ না হওয়ার কারণে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন না।

স্থানীয় নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করা বাধ্যতামূলক। নির্বাচন কমিশন সূত্র জানায়, আইন থাকলেও গরীব দেশের দোহাই দিয়ে ইসি নিজেই নিজের আইন ভাঙছে। এতে ভোট দেওয়ার সুযোগ হারায় নুতন ভোটাররা। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখা গেছে ৮/১০ ভোটেও নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। সে ক্ষেত্রে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে নতুনদের ভোটার হওয়ার সুযোগ দিলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশনের সুবিধা হয় বলেও জানান কমিশনের এক কর্মকর্তা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.