আমাদের কথা খুঁজে নিন

   

নাসিক নির্বাচনে ঐতিহাসিক বিজয় রচনা করতে যাচ্ছেন সেলিনা হায়াৎ আইভী

আমি সেই নক্ষত্রের অপেক্ষায় থাকব চিরকাল ঢাকা: বিপুল ভোটে বিজয়ী হয়ে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শামিম ওসমানকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে নারায়নগঞ্জের মাটিতে ঐতিহাসিক এ বিজয় রচনা করতে যাচ্ছেন সেলিনা হায়াৎ আইভী। ১৬৩ টি কেন্দ্রের মধ্যে ১৬১ টি কেন্দ্র থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী দোয়ত কলম প্রতীকে ডা. সেলীনা হায়াৎ আইভী পেয়েছেন একলাখ ৮১ হাজার ১০৬ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ¡ী শামিম ওসমান পেয়েছেন ৭৯ হাজার ৭০৫ ভোট। রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের জিয়া হলে স্থাপিত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান বেসরকাভিাবে সর্বশেষ এ ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে মেয়র পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।

এর মধ্যে আনারস প্রতীকে নির্বাচনে থাকা বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার ভোটগ্রহণের মাত্র সাত ঘণ্টা আগে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান, দোয়াত কলম প্রতীকে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী, গরুর গাড়ি প্রতীকে আতিকুর রহমান নান্নু মুন্সী, হাঁস প্রতীকে শরীফ মোহাম্মদ ও তালা প্রতীকে আতিকুল ইসলাম জীবন নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৫০ জন প্রতিদ্বন্দি¡তা করেন। নির্বাচন ব্যবস্থাপনায় ৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ প্রায় সাড়ে তিন হাজার নির্বাচন কর্মকর্তা নিয়োজিত আছেন । দেশে দ্বিতীয় বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হয় এ নির্বাচনে।

৯টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রের ৪৫০টি বুথে একটি করে ইভিএম ব্যবহার করা হয়। ভোটের সময় কয়েকটি ইভিএমে জটিলতা দেখা দিলেও পরে তা ঠিক করা হয় বলে নির্বাচনী কর্মকর্তারা জানান। এছাড়া ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে ২০টি কেন্দ্রের ভোটগ্রহণও পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান জানান, আইন-শৃ´খলা বাহিনীর আট হাজারেরও বেশি সদস্য এই নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এর মধ্যে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের চার হাজার, আনসার ও ভিডিপি সদস্য আড়াই হাজার, কোস্ট গার্ডের একশ এবং এক হাজার চারশ’ র‌্যাব সদস্য দায়িত্ব পালন করেন।

দেশি ১৮টি এবং বিদেশি আটটি পর্যবেক্ষক সংস্থার হাজার খানেক পর্যবেক্ষক এ নির্বাচন পর্যবেক্ষণ করেন। সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত আটশ’রও বেশি সাংবাদিক ও সংবাদকর্মী। নির্বাচনে ভোটার সংখ্যা চার লাখ তিন হাজার ৭০৬ জন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.