আমাদের কথা খুঁজে নিন

   

নাসিক নির্বাচনে ১৪০০ র‌্যাব সদস্য

আমি নতুন কিছু লিখবো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য মোট ১৪ শ’ র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়েজিত থাকবে। এরই মধ্যে র‌্যাবের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার ভোট গ্রহণের দিন আরও চার শ’ র‌্যাব সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনের পরে দু’দিন পর্যন্ত তারা নারায়ণগঞ্জে অবস্থান করবে। শনিবার দুপুরে র‌্যাব- ১১ এর সিও এসএম মোস্তফা এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল মোস্তফা বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এরই মধ্যে এক হাজার র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। আগামীকাল আরও চার শ’ সদস্য মেতায়েন করা হবে। নির্বাচনের পরে দু’দিন পর্যন্ত র‌্যাবের সদস্যরা মাঠে থাকবে। ’ তিনি বলেন, ‘বোমা ডিসপোজার ও ডগ স্কোয়াডও আনা হয়েছে। ভোটারদের ন্যূনতম ভয়ভীতির কোনো কারণ নেই।

প্রতিটি ওয়াডে একটি করে চেকপোস্ট থাকবে। যে সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। তালিকাভূক্ত কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়নি তবে তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। বহিরাগতদের ঠেকাতেও চেক পোস্ট বসানো হয়েছে, সেভাবেই নজরদারি থাকবে। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.