আমাদের কথা খুঁজে নিন

   

কাঁদছে মানবতা নীরবে

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ অরণ্যে কমছে শ্বাপদ, বাড়ছে জনপদে রাষ্ট্রে রাষ্ট্রে খুন, চলে হিংসা প্রতিপদে। নিজেদের কেউ কখনও পড়লে বিপদে তেড়ে আসে পশুরাও তার প্রতিরোধে আসে না মানুষ শুধু বাঁচাতে স্বজাতে! কাক কোনোদিন খায় না কাকের মাংশ মানুষেরা মানুষের খায় গ্রেনেড গুলি, বুকেতে ছুরি, শিরশ্ছেদে কতো আদমের প্রাণ যায়! দ্যাখো বিশ্ব চরাচরে মানুষে বিদ্বেষ বাড়ছে নিষ্ঠুর নৃশংসতা কাঁদছে নীরবে মানবতা একা ঘরে নামছে মৃত্যুর শীতলতা। শেখ জলিল ১৪.১০.২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।