আমাদের কথা খুঁজে নিন

   

কাঁদছে কাদের মোল্লার পরিবার . . . . . . . .



কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়ে গেল বেশ কয়েকদিন। ইতোমধ্যে সরকারী দল ও তাদের সমর্থকরা আনন্দ-উচ্ছাস প্রকাশ করেছে এবং জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠনগুলো যথারীতি জ্বালাও পোড়াও নীতি গ্রহণ করেছে। কিন্তু কেউ কি কাদের মোল্লার পরিবারের কোন খোঁজ-খবর নিয়েছে? না, নেয় নাই। কাদের মোল্লা 'কসাই' হলেও তার স্ত্রী-পরিজন নির্দোষ। স্বামী বা পিতা 'কসাই' হলেও তাদের কাছে প্রিয়তম।

অনুমান করতে অসুবিধা হওয়ার কথা নয় যে, কাদের মোল্লার পরিবার দুঃখ বেদনা কাতর। গভীর সমবেদনা তাদের প্রতি। যে কোন ফাঁসি তার পরিবারের জন্য চরম দুঃখের। কিন্তু বিচার তার নিজস্ব গতিতে চলবে। বিচারালয়ে আবেগের কোন স্থান নেই।

আমাদের মনে রাখতে হবে ১৯৭১ সালে 'কসাই' কাদের এক দিনে ৩৪৪ জনকে হত্যা করেছিল। সেই ৩৪৪ জনের পরিবারও আমাদের দেশেরই মানুষ, আমাদের স্বজন। সেদিন তারাও দুঃখ-কষ্টে ভেঙে পড়েছিলেন। তাদের দেখার কেউ ছিল না, আশ্রয় ছিল না, অর্থনৈতিক কোন সাহায্যও ছিল না। শত শত পরিবার স্বামী-পিতা হারিয়েছিল।

আমরা এদেশে আর কোন 'কসাই' কাদের চাই না এবং আর কাউকে এমনভাবে ফাঁসিতেও ঝুলিয়ে দিতে চাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।