আমাদের কথা খুঁজে নিন

   

চকোলেট প্রেমিদের জন্যে সুখবর!

অতিরিক্ত মেদ শরীরে জমে যাওয়ার ফলে যারা চকলেট খাওয়া ছেড়ে দিয়েছেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, যারা বেশি পরিমাণ চকলেট খান, তারা হাস্যোজ্জ্বল ও বন্ধুত্বপরায়ণ ব্যক্তিত্বের অধিকার হন। প্রায় ৫০০ ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর পাঁচ ধরনের গবেষণা চালিয়ে গবেষকরা এ তথ্য দিয়েছেন। পেনসিলভানিয়ার গেটিসবার্গ কলেজের মনোবিজ্ঞানের অধ্যাপক ব্রিয়ান মেইরস বলেন, চকলেট খেলে যে ইতিবাচক লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো নিয়েই মূলত গবেষণাটি চালিয়েছি। তাতে দেখা যায়, চকলেট খোররা এই খাদ্যটি খেলে যতটা প্রফুল্ল হয়ে ওঠেন তা অন্য কোনো খাবার খেলে হন না। এটা তাদের ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে। পারসোনালিটি অব সোশ্যাল সাইকোলজি পত্রিকায় এ প্রবন্ধটি প্রকাশ করা হয়। এ গবেষণায় গেটিসবার্গ কলেজ, শিকাগোর সেন্ট জেভিয়ের বিশ্ববিদ্যালয় ও নর্থ ডকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সম্মিলিতভাবে এ গবেষণাটি পরিচালনা করেন। সুত্র ডেইলি মেইল। তথ্যসূত্র- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।