আমাদের কথা খুঁজে নিন

   

আমার শহরে প্রিয় বারান্দা নেই

shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina / আমি চলে যাচ্ছি এই শহর ছেড়ে আমার শহরে প্রিয় বারান্দা নেই, আকাশ নেই হিজল ফুলের আলো নেই । চা পানের সবুজ মাঠ নেই ওরকম আদুরে গিনিপিগ গুলো কবেই মরে গিয়েছে শীত সকালের সবুজ ঘাসের বারান্দারা এখন ইট সুরকী পাথরের ফুলে নিজেদের সাজিয়েছে রুগ্ন চাঁদের ম্লান আলোয় ভেজে না শহর এই শহর এখন আফিমে ঝিমোয় তার সকাল দুপুর রাত্তির আমার অলস দুপুরে মাঝে মাঝে ঈশ্বরের সাথে কথা হয় চুপি চুপি তিনি বিবশ চোখে দেখেন পৃথিবীর বিদেয় নেয়ার আগাম সন্ধ্যে গুলো আমি আর থাকবোই না এই প্রানহীণ শহরের পৃথিবীতে ঈশ্বরের সাথে কথা হয়েছে তিনি বলেছেন " কুন ফায়াকুন" নতুন সবুজ পৃথিবীর জন্যে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।