আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমন্ত শহরে.......

দিন বদলের ইশতেহার> ডিজিটালনামা।

মাঝে মাঝে কেন জানি কোন কিছুই ভালো লাগে না! কোন এক সময় সামুতে পড়ে থাকতাম রাত কি দিন। এখন কেন জানি ভালো লাগে না! কবিতা লেখার ইচ্ছে নিয়ে এসে ছিলাম অথচ তা লেখা হয়নি!! আবোল তাবোল যা লেখেছি তার কিছু প্রকাশ করেছি অনেক লেখা কুচুরিপানার মতো যেখানে সেখানে পেলে রেখেছি ! কিছু অপ্রকাশিত লেখা সময়ের সাথে সাথে অপ্রয়োজনীয় লাগছে! নিজের কাছেই অর্থহীন মনে হচ্ছে! তাই মুছে দিয়ে ক্লান্তি ঝারি! প্রায় কিছুটা লেখার পর আর লিখতে মন চায় না! কিন্তু কেন? জানি না! হাত পা'র সাথে মাথা ও ঝিমোয়...... সবাই গভীর ঘুমে দেহ পুতে স্বপ্ন দেখে নানা রঙের আর আমি ঘুমন্ত শহর পাহারা দিই! জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকারের মাঝে আলোর জগত দেখি! এই আলো এবং নিস্তব্ধতার মাঝে মধূর শব্দের ছন্দো স্মৃতি কে নেড়ে ছেড়ে দিয়ে হারিয়ে যায়। আর আমি অতীতের মাঝে ডুবে ডুবে এই জীবন কে মাপ জোপ দিয়ে ভোরের ক্লান্ত গোরে হারিয়ে শুধু ভাবি আর কত দিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবো অথবা এ দেহের মাঝে এই যে "আমি" হয়ে আছি তা কত দিন ঘুমন্ত শহর পাহারা দিবে? এই শহর এই আলোর পৃথিবী ছেড়ে আমি হারিয়ে যাবো ভাবতেই ..., হয়তো এই স্ম্বতি কে নিয়ে ভেবে অন্যকোন দেহে আবার জীবন কে নিয়ে ভাবার সময় করে নেবো ভিন্ন পরিচয়ে! এই ঘুমন্ত শহরে.. জানি না কি লিখেছি শুধু এতটুকু জানি ভালো লাগছে না................ শুধু একটি গানই ভালো লাগছে...যে গান গেয়ে কত রাত কাটিয়েছে পথে পথে সিগারেটের ধোঁয়াই আলো আর আধাঁরের সীমানা মেপেছি.... নীল আকাশের মাঝে স্বপ্ন ভাঙার মানে খুঁজেছি....., এখনো খুঁজে ফিরি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।