আমাদের কথা খুঁজে নিন

   

আঙ্গুল ফোটালে শব্দ হয় কেন?

আমরা যখন আঙ্গুল ফোটাই তখন যে পট পট শব্দ হয় তা অস্থিসন্ধি বা জয়েন্ট থেকে আসে। কিন্তু কেন এমন হয়? এর কারণ আমাদের অস্থিসন্ধির মধ্যে পিচ্ছিল তরল জাতীয় পদার্থ রয়েছে, যাকে বলে সাইনুভিয়াল ফ্লুয়িড। এই তরলের মধ্যে বিভিন্ন গ্যাস স্মপৃক্ত হয়ে মিশে থাকে। যখন আমরা আঙ্গুল ফোটানোর জন্য বাঁকাই, তখন জয়েন্ট এর ভেতরের স্পেস বেড়ে যায়, ফলে চাপ কমে যায়। চাপ কমে যাবার কারণে সম্পৃক্ত গ্যাসগুলো তরলে মিশে থাকতে পারে না, এবং বুদবুদ আকারে বের হয়ে এসে ফেটে যায়।

তখন আমরা আঙ্গুল ফোটার শব্দ পাই। আবার তরলে গ্যাস মিশতে ২৫-৩০ মিনিট সময় লাগে, তাই সাথে সাথে আবার আঙ্গুল ফোটানো যায় না। আঙ্গুল ফোটালে কি কোন ক্ষতি হয়? বা আঙ্গুল ফোটালে জয়েন্ট এর জড়তা কিছুটা কাটে কেন? জানতে আমাদের সাথেই থাকুন. ৩০০ লোকের ওপর চালানো জরিপে দেখা যায়, আঙ্গুল ফোটানোর সাথে আরথ্রাইটিস এর কোন সম্পর্ক নেই। কিন্তু অতিরিক্ত আঙ্গুল ফোটালে জয়েন্ট ক্যাপস্যুল এ ব্যাথা বা গ্রিপ এর শক্তি কমে যায়। আঙ্গুল ফোটালে জয়েন্ট এর আশেপাশের proprioceptive nerve গুলোর stimulation এর জন্য muscle relax হয়, তাই জড়তা কাটে।

কি ব্যাপার আংগুল ফোটানো শুরু করে দিলেন নাকি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।