আমাদের কথা খুঁজে নিন

   

আঙ্গুল ফোটলে শব্দ হয় কেন:



আঙ্গুল ফোটলে শব্দ হয় কেন: উত্তর: শুধু অঙ্গুল নয়, পায়ের গোড়ালি, হাঁটু, গাড়সহ শরীরের বিভিন্ন অংশ আমরা শব্দ করে ফোটায়। সাধারণত ধারণা কারা হয়, আঙ্গুল মোচড়ানোর সময় হাড়ে হাড়ে ঘষা লেগে বুঝি শব্দ হয়। ব্যাপারটা আসলে সে রকম নয়। সেখানে হাড়ের মধ্যে ঘষা লাগেনা। অস্হির সংযোগস্থলগুলো একগুচ্ছ সুতার মত তন্তুর (লিগমেন্ট) বন্ধনে আবদ্ধ থাকে।

এই সন্ধি-বন্ধনী দুই পাশের হাড় ধরে রাখে। তন্তুগুলো রবারের মতো কিছুটা স্থিতিস্থাপক। যখন কোন কারণে হাত-পায়ের জোড়ায় অস্বস্তি লাগে, তখন আমরা ওই গোড়ায় চাপ বা হাড়ে মোচর দিয়ে স্বস্তিলাভের চেষ্টা করি। চাপে সংযোগস্থলের হাড় দুই পাশে সামান্য সরে যায়। এতে হটাৎ সেখানে কিছুটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়।

তখন আশেপাশের পেশি ও তন্তুকলায় সঞ্চিত তরল দ্রুত ওই শূণ্য স্থানের দিকে ছুটে যায়। বিভিন্ন দিক থেকে ছুটে আসা তরল সৃষ্ট খালি জায়গায় এসে মিলিত হওয়ার সময় সামান্য শব্দের সৃষ্টি হয়, যেন একটি ক্ষুদ্র বিস্ফোরণের মতো ব্যাপার। এটাই আঙ্গুল বা হাড় ফোটানো নামে পরিচিত। অবশ্য ছুটে আসা তরল ধীরে ধীরে চারপাশে আবার মিশে যায় এবং দুই পাশের হাড় আবার আগের মত সন্ধি-বন্ধনীতে দৃড় ভাবে আবদ্ধ হয়। এ জন্য কিছুটা সময় লাগে।

এ কারণে একবার আঙ্গুল ফোটানোর পর পরই আবার আঙ্গুল ফোটালে কোন শব্দ হয়না। সাধারণত আঙ্গুল ফোটালে কোন ক্ষতি হয়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।