আমাদের কথা খুঁজে নিন

   

ডিবি বনাম এন এস আই বিরোধ ও আমার মতামত

কয়েকদিন আগে এন এস আই কয়েকজন ডিবি সদস্যকে গ্রেফতার করে তাদের অফিসে নিয়ে ভাল উত্তম মধ্যম দিযে ডিবি কাছে হস্তান্তর করেছে । আসলে কে যে সত্যবাদি তা বলা কঠিন কারণ গোয়েন্দা সংস্হা গুলোর কাজ নিয়ে জনগণ সব সময়ই অন্ধকারে থাকে বা রাখা হয় ।তবে এ কথা ঠিক তারা ঠিক মত কাজ করছে না যার জন্য দেশে এত সংর্ঘষ বা দুর্নীতি । দেশে একটা কথা প্রচলিত আছে কাকে কাকের মাংশ খায়না তা ঠিক , গোয়েন্দা সংস্হা গুলো তাদের নিজেদের অপরাধের বিষয়ে কখনও কথা বলে না বা কোন পদক্ষেপ নেয় না । যার কারণে বিডিআর বিদ্রোহের খবর কিংবা ২১ আগষ্ট গ্রেনেড হামলার আগাম খবর তারা দিতে ব্যর্থ হয়েছে . এরকম আরো উদাহারণ আছে । এক্ষেত্রে আমার মতামত হল এক গোয়েন্দা সংস্হাকে আরেক গোয়েন্দার বিরুদ্ধে লাগিয়ে রাখা যেমন আর্মির কাজ পুলিশের গোয়েন্দারা নজন রাখবে আবার পুলিশের কাজ আর্মির গোয়েন্দারা নজর রাখবে তাতে হয়তো কোন ফল পাওয়া যেতে পারে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.