আমাদের কথা খুঁজে নিন

   

ডিবি পুলিশের রিভলবার ছিনতাই

সিরাজগঞ্জে আগামীকালের সকাল-সন্ধা হরতাল ও ১২ ঘন্টার বর্ধিত অবরোধের সমর্থনে শহরের বেশ কয়েকটি পয়েন্টে ছাত্রদল-যুবদল কর্মীরা মশাল মিছিল, ককটেল বিস্ফোরন, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে।

এ সময় কয়েকটি পয়েন্টে পুলিশ-র‌্যাবের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে অনন্ত ৫ নেতাকর্মী আহত হয়। এ সময় ডিবি পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিমকে মারপিট করে তার সার্ভিস রিভলবার ছিনতাই করে নিয়েছে অবরোধকারীরা।  

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে শহরের রেলগেট মোড় থেকে ছাত্রদল-যুবদলের কমর্মীরা মশাল মিছিল বের করে চামড়াপট্টি মোড় অবরোধ করে।

এ সময় নেতাকর্মীরা একটি রডের দোকানে এবং আশপাশের বিভিন্ন দোকানের সামনে লাগানো ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছলে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অবরোধকারীরা ককটেল বিস্ফোরণ ঘটালে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়।

এসময় অবরোধকারী তাকে মারপিট করে তার সার্ভিস রিভলবারটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। অপরদিকে, শহরের মুজিব সড়কে আ'লীগ অফিসের সামনে মিছিল ও ককটেল নিক্ষেপ করলে আওয়ামীলীগের সাথে জামায়াত-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পৌছে নিয়ন্ত্রন করে।

এছাড়াও পুরো শহরেই সন্ধার পর খন্ড খন্ড সংঘর্র্ষে হওয়ার কারণে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন রিভলভার ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে জানান, রিভলবারটির অনুসন্ধান চলছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.