আমাদের কথা খুঁজে নিন

   

সউদি আরবে আট বাংলাদেশির প্রকাশ্যে শিরশ্ছেদ

সউদি আরবে আট বাংলাদেশির প্রকাশ্যে শিরশ্ছেদ এর সাম্প্রতিক নিউজটি মনকে খুবই আলোড়িত করলো। খবর অনুযায়ী ওরা ডাকাতির সময় এক মিশরীয় গার্ডকে হত্যা করে। মিশরীয় গার্ডের পরিবারকে সউদি আইন অনুযায়ী রক্তঋণ চুকিয়ে প্রাণ ভিক্ষা চাইলেও তারা রাজি না হাওয়ায় ওদের শিরশ্ছেদ করা হয়। বাংলাদেশ দূতাবাস নাকি এ ব্যপারে চেষ্টার ত্রুটি করে নি। এতে অনেকগুলো প্রশ্ন সামনে এসে যায়, • অপরাধ করলে বিচার ও শাস্তির সম্মুখীন হতে হবে এটাতো স্বাভাবিক।

কিন্তু যেহেতু বিদেশি নাগরিক জড়িত তাই বিচার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়েছে কিনা? চাকুরীর উদ্দেশ্যে প্রবাসে গমনকারী হিসাবে অভিযুক্তদের Antecedents নিশ্চয়ই এমন ছিল না যা নির্দেশ করে যে তারা দেশে কোন অপরাধের সাথে জড়িত ছিল। তাহলে কোন অবস্থার ফেরে পরে এরা এমন অপরাধে জড়াল তা কি বিবেচনায় নেয়া হয়েছে? আমাদের দূতাবাস, সরকার কি সউদি অভিবাসন প্রক্রিয়ার ত্রুটিগুলো নিয়ে ভেবেছে? • প্রকাশ্যে শিরশ্ছেদ এর সউদি আইন এবং ইসলামি আইন কি সমার্থক? ইউ টিউব থেকে ডাউনলোড করে এধরনের একটি ক্লিপ দেখে শরীর শিউরে উঠল। ফাঁসিতে মৃত্যুদণ্ড আমাদের দেশেও হয়। তার যদি ভিডিও দেখান হতো তাও নিশ্চয়ই মর্মন্তদ হতো। যার Execution হচ্ছে তার জন্য ফাঁসি বা শিরশ্ছেদ কোন অর্থ বহন করে না, বরং Spinal cord দ্রুত কাটা পরে বলে দ্বিতীয়টি হয়ত কম কষ্টদায়ক।

কিন্তু প্রকাশ্যে Execution দেখতে দেওয়া দর্শক দের জন্য যে কী যন্ত্রণাদায়ক তা বলে বোঝানো যাবে না। মানুষ তো আর পশু না যে তাকে রাস্তায় ফেলে জনসমক্ষে মাথা কেটে ফেলতে হবে। এখানেই অমানবিকতা। ইসলামে মজলুম বা নির্যাতিতের জুলুমকারীর উপর শোধ নেয়ার অধিকার রয়েছে তবে তা হতে হবে সমান সমান, একবিন্দু বেশি হয়ে গেলেও তা হয়ে যাবে প্রতিহিংসা। এই মাত্রা ঠিক রাখা কঠিন বলে ক্ষমাকেই বরং উৎসাহিত করা হয়েছে।

• কোন নিহতের পরিবার যদি ক্ষমার মহত্ত্বে প্রভাবিত না হয়ে প্রতিশোধের ইচ্ছা প্রকাশ করে তাহলে এহেন শিরশ্ছেদ এর Executioner তাদেরকেই করা উচিত (জনসমক্ষে নয়) । ইসলামি মতেও সেটি আরও সঠিক হবে। পেশাদার Executioner ছাড়া এটি কোন সুস্থ মানুষ মনে হয় করতে পারবে না। এতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিহতের পরিবার হয়ত ক্ষমায় উৎসাহিত হবে। • মানুষ যখন অপরাধ করে তখন সে বিশেষ একটি মানসিক পর্যায়ে উপনীত হয়েই তা করে যা সুস্থাবস্থায় তার দ্বারা করা সম্ভব না।

অপরাধী সাজা পাচ্ছে এটির দৃষ্টান্ত স্থাপনেরও দরকার। কিন্তু ইসলামের নামে এরূপ অসুস্থ শিরশ্ছেদ এর প্রদর্শনী করে সউদি রাজতন্ত্র আসলে কাদেরকে কী ধরনের ভীতি দেখাতে চাইছে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.