আমাদের কথা খুঁজে নিন

   

সউদি বালছালের বিপুল বিজ্ঞাপনে আমরা ভুলে যাচ্ছি আমরা আসলে কে, আমাদের পরিচয় কি।

অ আ

মিতা হক বিষয়ে পুরো ভিডিওটা দেখলাম। সম্পূর্ণ সমর্থন জানাইলাম, এই ধরনের সাহসী বাঙালী কমে গেছে, বাকি সবাই মুখ টিপে হাঁসার দলে, কিংবা হাঁ হাঁ করে মুখ চেপে ধরবার দলে। কেউ কেউ কোপ মেরে গলা কেটে ফেলবার দলে। কিন্তু তিনি যা বলতে চেয়েছেন, আমরা এই কথাগুলিই গত পাঁচ ছ বছর ধরে বলে আসছি। বাঙালী সংস্কৃতিকে দমন করে সউদি বোরখা হিজাবের সংস্কৃতি আমাদের ওপর আছর করেছে, এবং করে আসছে।

একে বাঙালী সংস্কৃতি বলে না। একে মুসলমান সংস্কৃতি বলে। বাংলাদেশে সউদি হিজাব পরে থাকবে কেন মহিলারা? বাংলাদেশে কি মরুঝড় হয়? বাংলাদেশের পুরুষ কি আদতেই সউদি বর্বরদের মতো হয়ে গেছে যে নারীকে তারা নিজের সম্পত্তি কিংবা মাছি পড়া মিষ্টি মনে করে? নারীকে কি তারা সত্যিই প্যাকেটে মুড়িয়ে রাখার মতো নিজের সম্পত্তি দাবি করে? আজকে আমার পরিচিতজনদের অনেকই দেখছি ছাগুদের সুরে গলা সাধছেন। তাদের বৌদ্ধিক সংগতি এবং চিন্তার ক্ষমতা নিয়ে সন্দেহ পোষন করছি। কেউ কেউ দেখছি তাঁকে তসলিম নাসরিনের সাথে তুলনা করছেন।

ভাবখানা এমন যে তসলিমা বুঝি একজন সালমানএফরহমান, যে তার সাথে তুলনা করলেই কেউ খারাপ হয়ে যাবে। মিতা হক সাহসের সাথে যে কথাগুলি বলেছেন, বাংলাদেশের ভেড়ুয়া মুসলামন পুরুষদের শেখা উচিত। আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আসলেই বেদনাদায়ক। সউদি বালছালের বিপুল বিজ্ঞাপনে আমরা ভুলে যাচ্ছি আমরা আসলে কে, আমাদের পরিচয় কি। সাথে যোগ দিয়েছে মডারেট মুসলিম বিশ্বাসঘাতক আওয়ামী লীগ।

কোওমী মাদ্রাসা নামক সউদি বর্বরতার প্রজনন কেন্দ্রে শেখাচিনা পানি ঢালছেন, সার গোবরও দিচ্ছেন। আর কওমী থেকে হেফাজতী বের হলে, তিনি আবার তাদের পেটোয়া করে বাহাবা কুড়াচ্ছেন। গোড়া কেটে ওপরে পানি ঢালবার এমন উদ্ভট নজির আর কোথায় আছে প্রাসঙ্গিক News লিঙ্ক: Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.