আমাদের কথা খুঁজে নিন

   

সউদি আরবের নিরিখে একটি গল্প



সউদি আরবে প্রফেশনের নিরীখে বিভিন্ন সুযোগসুবিধা নির্ধারণ হয়। একজন ডাক্তার ইঞ্জিনিয়ার সহজে ফ্যমিলি ভিসা পেয়ে থাকেন। লেবার ভিসায় ফ্যামিলি ভিসা পাওয়া যায়না। অনেকে হয়তো কাজ করছেন ইঞ্জিনিয়ারের অথচ তিনি ইকামায় প্রফেশন হিসেবে হোল্ড করছেন লেবার। এ ক্ষেত্রে তিনি ফ্যামিলি ভিসা পাবেননা।

এ ধরনের কিছু লোকের বিষয়ে আরব নিউজে একটি গল্প লিখা হয়। গল্পটি নিম্নরূপ: ভারত থেকে একটি সিংহ সউদি চিড়িয়াখানায় আনা হয়। প্রথম সকাল বেলায় নাস্তা হিসেবে তাকে বাদাম সরবরাহ করা হয়। মনে মনে তার আপত্তি হলেও ওয়েটারকে সে কিছু বলেনি। আরব দেশের রেওয়াজ সম্পর্কে তার কিছু জানা নেই; এই ভেবে সে চুপ করে থাকে।

কিন্তু দুপুর ও রাতের খাবার হিসেবেও যখন বাদাম দেয়া হলো, সিংহটি কড়মড়িয়ে ওয়েটারকে ধরলো: বেটা আমার সাথে ফাজলামো পেয়েছো? দেখছোনা আমি সিংহ? আমাকে বাদাম দিচ্ছ কেন? তোমাকে মজা দেখাচ্ছি। ভয় পেয়ে ওয়েটার বল্লো: আমাকে রাগ করছেন কেন। আমি তো শুধু আপনার কাছে নিয়ে আসি। আপনি এ বিষয়ে সরবরাহকারীকে জিজ্ঞেস করছেন না কেন? ওয়েটারের অপারগতা বুঝতে পেরে একটু নরম হয়ে সে জিজ্ঞেস করলো: আসলে বলতো তারা আমার সাথে এমন করছে কেন, তুমি কিছু জানো কিনা। জবাবে ওয়েটার বল্লো আপনাকে বাদাম দেয়ার সময় আমি প্রতিবাদ করেছিলাম।

আমি বলেছি আপনি সিংহ আপনাকে বাদাম কেন দেয়া হচ্ছে? তখন জবাবে আমাকে জানানো হলো: আপনি সিংহ এ বিষয়ে কারো কোন সন্দেহ নেই। তবে সমস্যা হয়েছে যে ভিসায় আপনি এসেছেন সেখানে বানর লেখা থাকার কারনে সে হিসেবে খাবার পরিবেশন করা হচ্ছে। আপাতত এর কোন সমাধান নেই। হিহিহি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.