আমাদের কথা খুঁজে নিন

   

দ্বীপের নাম কফি ক্লাব!

গ্রিনল্যান্ডের উত্তর উপকূলের কাছে আছে একটি দ্বীপ। ওই অঞ্চলের অন্য দ্বীপগুলোর তুলনায় এটি খুবই ছোট। দ্বীপটির আসল নাম কাফক্লুবেন। কিন্তু নানা কারণে এ দ্বীপটিই এখন 'কফি ক্লাব' নামে পরিচিত। মজার ব্যাপার হলো, দ্বীপটির নাম কফি ক্লাব হলেও এখানে কফি চাষ তো দূরের কথা, পান করার মতো কফিও পাওয়া যায় না।

উত্তর মেরু অঞ্চলের ৪৪০ মাইলের এ দ্বীপটি সব সময় থাকে ঘন মেঘের আস্তরণে কার্যত ঢাকা। ফলে এখানে কোনো গাছপালা জন্মে না। অত্যন্ত ঠাণ্ডা আবহাওয়ার কারণেই এমনটি হয়। সম্প্রতি এই দ্বীপটি নানা কারণে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে বলে কেউ কেউ দাবি করছেন। পৃথিবীর সবচেয়ে উত্তরে যে মাটি আছে, এখন তাও উন্মোচিত হচ্ছে।

কাফক্লুবেন থেকে হারিয়ে যাওয়া এই স্থানটি এখন সবার নজরে এসেছে। ১৯৭৮ খ্রিস্টাব্দে উত্তর কাফক্লুবেন দ্বীপ থেকে প্রায় ১০০ ফুট ভূমি আলাদা হয়ে গঠিত হয় উত্তর মেরুর বরফ অঞ্চল। সেই বরফের ভেতরেই পাওয়া গেছে মাটির সন্ধান। তাই এই অতি ক্ষুদ্র দ্বীপটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। দ্বীপটির দিকে তাকালেই নাকি মনে হয়, কাপের ভেতর থেকে কফির মতো ধোঁয়া উড়ছে আর এ কারণেই নতুন এ দ্বীপটির নাম দেওয়া হয়েছে 'কফি ক্লাব'! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।