আমাদের কথা খুঁজে নিন

   

দ্বীপের আদলে 'প্রমোদতরী'!

দ্বীপের আদলে 'প্রমোদতরী'! একটি দ্বীপে যে পরিবেশ থাকার কথা সে পরিবেশের পুরোটাই তুলে আনা হয়েছে নতুন বানানো এক প্রমোদতরীতে। ছোটো ঘর, আগ্নেয়গিরি, বন বা সমুদ্রতট সবই একটি প্রমোদতরীতেই স্থান করে নিয়েছে। সমুদ্রের বুকে ছোটোখাটো দ্বীপের মতোই এ নিয়ে ভেসে বেড়ানো যাবে। সম্প্রতি এমনই একটি প্রমোদতরী তৈরি করেছেন যুক্তরাজ্যের প্রোকৌশলরা। খবর ডেইলি মেইল-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রমোদতরীটি তৈরি করেছে যুক্তরাজ্যের ইয়ট নির্মতা প্রতিষ্ঠান ইয়ট আইল্যান্ড ডিজাইন। জানা গেছে, ৯০ মিটার দৈর্ঘ্যরে এ প্রমোদতরীটির নাম দেয়া হয়েছে ‘ট্রপিক্যাল আইল্যান্ড প্যারাডাইস’ বা ‘গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গদ্বীপ’। জানা গেছে, তরীতে একটি আগ্নেয়গিরিও রয়েছে। তবে এই আগ্নেয়গিরি থেকে লাভার বদলে বের হবে শীতল পানির ধারা। সে পানি গিয়ে জমবে সুইমিং পুলে।

এতে আরো আছে পাঠাগার, সিনেমা হল, গেম খেলার জায়গা, শরীরচর্চার স্থান এবং ভিআইপি স্যুইট। প্রমোদতরীটিতে বিনোদনের ব্যবস্থা ছাড়াও একান্তে সময় কাটানোর জন্য আলাদা স্থানও রাখা হয়েছে। ১০ জন অতিথি নিয়ে এ প্রমোদতরীটি ১৫ নট গতিতে সমুদ্রে ভেসে বেড়াতে সক্ষম। জানা গেছে, এতে হেলিকপ্টার নামার একটি হেলিপ্যাডও রয়েছে, আরো রয়েছে বার, ব্যক্তিগত স্পা ব্যবস্থাসহ ব্যক্তিগত ব্যালকনিও! বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/এইচআর/জুলাই ২৫/১১  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।