আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথের সংগ্রামী ভাইদের লাল সালাম

ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন... হাত-পা বাইধা সমুদ্রে ছাইড়া দিয়া আপনেরে বলা হইল, সাঁতার কাট..!! কথিত “স্বায়ত্তশাসন”-এর নামে বেসরকারিকরণ ঠেকাতে রাস্তায় নামতে হল একটি শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই দেশে আরও কি কি দেখতে হবে?? ভর্তি প্রতিযোগিতার বিচারে ঢাবি, জাবির পরেই জগন্নাথকে স্থান দেয়া যায়। অথচ এটাই সম্ভবত দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যার শিক্ষার্থীরা আবাসিক সুবিধা থেকে শতভাগ বঞ্চিত। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও এলাকায় যে প্রভাব থাকে, জগন্নাথের ছাত্রদের সেটুকুও নেই। যে কোন রাজনৈতিক আন্দোলনে জগন্নাথ বরাবরই শক্তিশালী রিজার্ভ বেঞ্চ হিসেবে ব্যবহৃত হয়ে আসলেও যৌক্তিক ইস্যুতে তাদের আন্দোলনগুলোতে এগিয়ে আসে না কেউই। উল্টো পুলিশ আর ছাত্র নামধারী সরকারি দালালদের পাশাপাশি মিডিয়াও যেন তাদের "ঠুঁটো জগন্নাথ" বানিয়ে রাখতে বদ্ধ পরিকর! কিন্তু এভাবে আর কত?? ছাত্ররা জেগেছে, জাগবেই...অস্তিত্ব রক্ষার এ সংগ্রাম যেন বিশ্ববিদ্যালয়ের পূর্ণ মর্যাদা আদায় না করে থেমে না যায়। জগন্নাথের সংগ্রামী ভাইদের রক্তিম শুভেচ্ছা, থাকলো আন্তরিক শুভকামনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.