আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথের হল পুনরুদ্ধার কমিটি গঠন

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দখলকৃত হলগুলো উদ্ধারের জন্য আট সদস্যের একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।  

শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাউদ্দিন আকবরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যরা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ), ভূমি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার জেলা প্রশাসক।

কমিটির সদস্যসচিব হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।  

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে হলগুলো উদ্ধারের বিষয়ে পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ দিতে বলা হয়েছে।

একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের অসমাপ্ত নির্মাণকাজ এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।  

সভায় এক পর্যায়ে শিক্ষামন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তিনি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে অবিলম্বে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.