আমাদের কথা খুঁজে নিন

   

বাবা দা দিয়ে কুপিয়ে ছেলেকে খুন করল, মাথা দুই খন্ড

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া হাসেম শহরে সরকারি কলেজে পড়ে | প্রতি মাসেই সে বাড়ী যায় | তারা দুই ভাই | ছে|ট ভাইয়ের বয়স তিন বছর | বাবা থানা শহরে ব্যবসা করে | হাসেমের মা সারা দিন ছে|ট বাচ্চাটা নিয়ে একা একা থাকে | তাতে তার ভাল লাগে না | তার পর সে পরিচিত প্রতিবেশীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে | বেশ কিছু দিন অবৈধ মেলামেশার পর হাসেমের বাবা জানতে পারে | কিন্তু কিছুতেই ধরতে পারে না | একদিন বিকাল বেলা হাসেমের বাবা বলল- ওগো শুনছ, আমি হাসেমের নানা বাড়ি যাচ্ছি। আজকে ফিরব না । এ কথা শুনে হাসেমের মা বেজায় খুশি। মনে মনে ভাবল আজকে ভাল করে, আরাম করে পরকিয়া করা যাবে । আর হাসেমের বাবার জবাবে বলল- রাত করে আসার দরকার নাই ।

হাসেমের বাবা মনে মনে ভাবল- দরকার আছে কিনা আমি জানি । এই ভেবে গোপনে ঘরের ভিতর একটা দা হাতে নিয়ে লুকিয়ে রইল । ও দিকে হাসেমের মা, তার পরকিয়া প্রেমিকের কাছে মোবাইল করে দিয়েছে রাতে আসার জন্য। রাত তখন ১১ টা ৩০ মিনিট। হাসেমের মা দরজাটা আস্তে করে হালকা খুলে রাখল।

হাসেমের মা যখনই হালকা ঘুমাল, হাসেমের বাবা দা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে গেল। রাত তখন ১১ টা ৫০ মিনিট। হালকা আলো জালানো। ভাল করে মুখ দেখা যায় না । এমন সময় প্রেমিকের আগমন।

সাথে সাথে দা য়ের কুপে মাথা দুই টুকরা করে ফেলল হাসেমের বাবা। এর ২ মিনিট পরই হাসেমের বাবার মোবাইলে শহর থেকে হাসেমের বন্ধুর ফোন আসে । হাসেম ভাল ভাবে বাড়ি আসছে কিনা জানার জন্য । কারন যে পরিমান যান জট তাতে চলা চল ই মুশকিল। হাসেমের বাবা বলে, না- আসে নাই।

কথা বলতে বলতে তার চোখে পড়ে লাশের পাশে কলেজ ব্যাগ। এ কি !!!! কলেজ ব্যাগ কেন ??? হায় !!!!!!!!! হায়!!!!!!!! এ তো আমাদেরই হাসেম । হায় খোদা এ কি হয়ে গেল। আমার ছেলে কে আমি ই খুন করলাম ? ও দিকে হাসেমের মা চেতন পেয়ে ভয় পেয়ে যায়। এ দিকে হাসেমের বাবা কেমনে আসল ? ও দি কে লাশ ? হাসেমের বাবা কে পুলিশ এসে সকালে ধরে নিয়ে যায়, লাশ ময়না তদন্তে দেয়া হয়।

তার পর হাসেমের মায়ের প্রেমিক ফোন করে জানায়, অন্য একটা কাজের কারনে সে আসতে পারে নাই । সে জন্য দুঃখিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.