আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাম্পাসে হিট হইতে চান?(ফানপোস্ট)

বাঁচিতে চাহিনা এই নষ্ট ভুবনে...... ভার্সিটি ক্যাম্পাসে পপুলার হতে কে না চায়। আপনিও চান, কিন্তু মুখে স্বীকার করেন । তাই আপনার জন্য অনেক ঘেঁটেঘুঁটে জটিল কিছু টিপস নিয়ে এসেছি । নিচের টিপসগুলো ফলো করলেই হয়ত আপনি ও চরম পপুলার হয়ে যেতে পারেন… তাই তাড়াতাড়ি টিপসগুলো দেখে কাজে লেগে যান...... ১. একটু ভাব নিয়ে চলুন। কেউ ডাকলে সাথে সাথে তাকাবেন না।

তিনবার ডাকার পরে তাকাবেন। এক, দুই, তিন জোরে জোরে গুণবেন, তারপরে তাকাবেন। ২. যে ডেকেছে তার মুখের দিকে না তাকিয়ে কথা বলবেন। অন্যদিকে তাকিয়ে থাকুন। ৩. ক্যাফেটেরিয়ায় বসে লিনকিন পার্কের চিল্লাচিল্লি গান প্র্যাকটিস করুন।

কেউ তাকালে বুঝবেন কাজ হচ্ছে। কেউ না তাকালে ভলিউম বাড়িয়ে দিন। ৪. কারো সাথে পরিচয় হলে জিজ্ঞেস করুন, “কি হে! তুমি ছেলে না মেয়ে?” ৫. লালনের গান Rap করে করে ক্যাম্পাসে ঘুরুন। ৬. কারো সাথে দেখা হলেই ব্যাটম্যানের থিম এর মতো সাউন্ড করুন । ৭. আপনার বন্ধুদের নতুন বইয়ে কাটাকুটি খেলুন।

৮. আপনার বন্ধু পিসিতে কাজ করছে। সেভ করার আগেই জলদি রিসেট বাটনটা টিপুন। ৯. পরীক্ষার হলে এক্সট্রা কাগজ আনতে যাওয়ার সময় মাইকেল জ্যাকসনের মতো মুনওয়াক করে যান। ১০. ভার্সিটির সেমিস্টার ফি একটাকার কয়েন দিয়ে দিন। বস্তা ভরে টাকা নিয়ে ব্যাংকে জমা দিন।

১১. ৩১শে ফেব্রুয়ারী বিশাল পার্টি আয়োজন করুন। স্যারদের ও দাওয়াত দিন। ১২. ক্লাসে স্যারের দিকে তাকিয়ে বিশাল বিশাল হাই তুলুন। ১৩. ফাস্ট ফরোয়ার্ড করে গান শুনুন। কেউ জিজ্ঞেস করলে বলুন, “আমার সুপারফাস্ট ব্রেন তো তাই এর চাইতে স্লো হলে চলে না.. “ ।

১৪. এক চোখ খোলা রেখে ঘুমান। কেউ অবাক হলে তাকে মারুন। ১৫. সিড়ি দিয়ে ওঠার সময় মুখ দিয়ে ইন্কজেট প্রিন্টারের মতো সাউন্ড করুন। ১৬. পরীক্ষা শেষে খাতার মাঝখানে স্ট্যাপলিং করুন। ১৭. শীতের দিনে হাতকাটা টিশার্ট আর গরমের দিনে জ্যাকেট পরে ঘুরাঘুরি করুন।

কেউ অবাক হলে তাকে মারুন । ১৮. স্যারদের নিয়মিত মিসকল দিন। এতে করে স্যারদের মাঝে পপুলার হতে পারবেন। ১৯. স্যারদের হোয়াইটবোর্ড মার্কার পেন লুকিয়ে বদলে ফেলুন, বদলে পারমানেন্ট মার্কার দিয়ে দিন। ২০.লাইব্রেরিতে চেয়ার টানাটানি করে বিকট শব্দ করুন।

কাজ না হলে মুখ দিয়ে গাড়ি স্টার্ট হবার শব্দ করতে থাকুন (কেউ অবাক হলে তাকে মারুন)। ২১. বন্ধুদের বাসায়/মেস এ আসতে বলুন। এরপর ঘর তালা মেরে বাজারে চলে যান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.