আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাম্পাসে রাজনীতি বন্ধের আহবান

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। গতকাল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্য ফোরামের বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ দাবি তোলেন।

বৈঠকে এক সপ্তাহের মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপাচার্যরা বলেন, অসুস্থ রাজনীতিতে আমরা ক্ষতবিক্ষত হচ্ছি। সাময়িকভাবে হলেও এই অসুস্থ রাজনীতির ধারা স্থগিত করা হোক।

বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমীন জানান, এ বিষয়ে বৈঠকে দাবি উঠলেও এ নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই মাসের শেষে পরের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল হক বলেন, অসুস্থ রাজনীতি শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দিচ্ছে। এই রাজনীতি সাময়িকভাবে হলেও স্থগিত করা হোক। তিনি বলেন, তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি স্থগিত বা বন্ধের জন্য এখনি সরকারকে বলা হচ্ছে না। বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয়েছে।

পরবর্তী সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে দাবি উত্থাপন করা হবে। গত ১ এপ্রিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংগঠনের এক পক্ষের হামলায় নিহত হন ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ। হত্যাকারীদের বিচার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এর দুদিনের মাথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজ কক্ষে গুলিতে নিহত হন ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ। উপাচার্যরা বলেন, বর্তমান সরকারের সব উন্নয়ন ধামাচাপা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ছাত্রদের মাধ্যমে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাদাত উল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম খায়রুল আলম খান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সায়েদুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান ছাড়াও আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় উপস্থিত ছিলেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.