আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে আসুন দুটি ব্লগ, যেখানে বাংলা থাকা সত্বেও বাংলা নিষিদ্ধ!!! (রিপোষ্ট)

ধুর ব্লগে মাঝে মধ্যেই লেখার চেষ্টা করি। তবে বাংলা ব্লগগুলিতে থাকার চেষ্টা করি সারাদিনই। সামু, প্রথম-আলো, বিডিনিউজ, সোনারবাংলা ইত্যাদি, ইত্যাদি। প্রতিদিনই পড়ার চেষ্টা করি। যখনই সময় পাই, পড়ি, মন্তব্য করি এবং নিজে লিখি।

ঘুরতে ঘুরতে অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে, তারই একটা আজকে শেয়ার করব। এমন দুই ব্লগ সম্প্রতি পেয়েছি, যেখানে বাংলা থাকা সত্বেও বাংলা পুরুপুরি নিষিদ্ধ। আসেন তাহলে বিস্তারিত জানি। আয়োজন.কমঃ ব্লগে মাঝে একজন পিটিয়ে এড করেছিলেন এই ব্লগের। লেখার চেষ্টা করেছিলাম।

যদিও ব্লগটিতে যেয়ে দেখি যে এখানে বাংলায় কোন পোষ্ট করার নিয়ম নাই, ইংরেজীতে করতে হবে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম যে উপরে ব্যানারে আবার বাংলাতেই আয়োজন লেখা। যাই হোক কোন আপত্তি ছিলনা। কিন্তু মাঝে একদিন ঐ ব্লগের চ্যাট রুমে বাংলা লিখে যেন নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। তখন চ্যাটে ছিলেন ৫জন (আমি বাদে), প্রত্যেকে আমাকে প্রায় ধুয়ে ছেড়ে দিল।

আমি প্রতিবাদ করার চেষ্টা করতেই ব্লগের এডমিন আমাকে বলে বসলেন যে এখানে কি কোন বাংলা লেখা দেখতে পান যে আপনি বাংলা লিখলেন। আমি বললাম যে এই সাইটের ব্যানারেই তো আছে। সাথে সাথে সবাই অপমানিত বোধ করলেন এবং একজন আপু বললেন যে "এই সব আজাইরাদের জন্য চ্যাটে আসার কোন উপায় নাই। " সব থেকে মজার বিষয় ছিল যে আপু ঐ কথাটি কিন্তু বাংলায় লিখেছিলেন। আমি যদি বাংলা লেখার চেষ্টা করে আজাইরা হই, তবে আমি তাই থাকতে চাই।

ওপেষ্ট.অর্গ এই ব্লগের নাম শুনেছি মাত্র ২-৩ দিন হল। ব্লগের নাম শোনার সাথে সাথে একটি একাউন্ট করলাম এবং পোষ্ট করলাম। পোষ্ট করেছি ২৩ সেপ্টেম্বর সকাল ০৯:৩১:৩০ তে। তা পড়েছেন মাত্র ৮জন। আর মন্তব্য করেছেন মাত্র ২জন।

তাদের মন্তব্যের নমুনা দেখুন এখানে । প্রথম জন বুঝাতে চেষ্টা করেছেন যে, কেন বাংলায় লেখা হয়েছে। কিন্তু বিষয়টি কি কেউ লক্ষ্য করেছেন যে তার ইংরেজী এতই দূর্বল যে তিনি এই সাধারণ কথাটি লিখতে গিয়েও ভূল করেছেন। দ্বিতীয় জন আরো বেশি বিদ্রহো ঘোষনা করে সরাসরি পোষ্টি ডিলিট করতে বলেছেন। কিন্তু এখানেও গলদ, the বা this এর কোন একটা থাকার কথা থাকলেও তা দিতে ভূলে গিয়েছেন লেখক।

কেউ কেউ হয়ত বলবেন যে এই সাইটে তো বাংলায় আর কোন পোষ্ট নাই, তবে আমি কেন লিখতে গিয়েছি। সহজ উত্তর, বাংলায় পোষ্ট না থাকলেও অনেক লিংক এবং অনেক কথাই বাংলাতে আছে। এমনকি উপরের নেভিগেশনে যেই বাটন গুলি দেওয়া তার শেষটি হচ্ছে "কিবোর্ড" যাতে ক্লিক করলে বাংলা কিবোর্ডের অপশন আসে। অর্থাৎ সাইটটি বাংলায় লেখার বিরুদ্ধে যাবার কোন প্রশ্নই থাকে না। আবার হয়ত কেউ বলবেন যে ঐ সাইটটি ইংরেজি প্রাক্টিসের জন্য এবং মন্তব্য কারী দুইজন ইংরেজীতে কাচাঁ বলে এমন ভূল করেছেন।

তাহলে আমি বলব যে, যা বলবেন তা সুন্দর ভাবে বলুন, বলে দিন যে "এখানে বাংলা নিষিদ্ধ" এবং তার সাথে সাইটগুলি থেকে বাংলা সরান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।