আমাদের কথা খুঁজে নিন

   

মূল্যহীন সার্টিফিকেট

আমি হব সকাল বেলার পাখি আমার পড়ালেখা শেষ হয়েছে আজ থেকে ৪ বছর আগে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আমাদের মত বেকারসমস্যা জর্জরিত দেশে আমাকে একদিনও বেকার থাকতে হয়নি। বরং স্টাডিতে থাকা অবস্থায়ই আমি চাকরি করি। ৪ বছর ধরে একাইউন্টস পদে চাকরী করছি। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় পোষাক শিল্প প্যসিফিক জিন্স এ একাউন্টস এক্সিকিউটিভ পদে চাকরী করছি।

আমি বিবিএ(ফিন্যান্স) এবং এমবিএ(এম.আই.এস) শেষ করেছি। কিন্তু এই সময়ের চাকুরীর অভিজ্ঞতায় যা বুঝলাম, বাংলাদেশে চিরাচরিত সার্টিফিকেট এর মূল্য অনেকটাই কম। আমি আমার প্রফেশান এর কথাই বলি, একাউন্টস পদে বর্তমানে প্রফেশনাল ডিগ্রী ছাড়া কোন দাম নেই। প্রমোশন বা বেতন বৃদ্ধি তো অনেক দুরে চাকুরীতে যোগদান করাই অনেক ক্ষেত্রে অসম্ভব যদি না আপনার কোন প্রফেশনাল ডিগ্রি যেমন, সি.এ, এ.সি.সি.এ বা আই.সি.এম.এ এর মত প্রফেশনাল ডিগ্রি না থাকে। বর্তমান সময়ে এসব ডিগ্রির মূল্য অভিজ্ঞতা থেকেও অধিক মূল্যবান হয়ে দাড়িয়েছে।

এতো গেল একাউন্টস প্রফেশান এর কথা। আপনি যদি নিজেকে একজন মার্চেন্ডাইজার বা ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে ঐ সকল বিষয়ের কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলে কোন প্রতিষ্ঠানে একটি চাকরী যোগাড় করা অনেক কঠিন হবে। শিক্ষানবিশ হিসেবে যোগদান করলেও আপনার কাঙ্খিত অবস্থান এ পৌছাতে অনেক সময় লাগবে। আই.টি প্রফেশান এর ক্ষেত্রে তো এই ব্যপারটি শতভাগ প্রযোজ্য। আপনি যতই আই.টি এক্সপার্ট হোন না কেন, প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়া কোন প্রতিষ্ঠানে চাকরী নেয়া প্রায় অসম্ভব।

এখন আমার মত চাকুরীজীবিদের জন্য সমস্যা হয়ে দাড়ায় এই সমস্ত ডিগ্রি অর্জন করা যেহেতু সারাদিন চাকরী করে আবার পড়াশোনায় মনোযোগ দেয়া অনেকটাই দুরুহ। তাই বর্তমান প্রেক্ষাপটে চাকুরীর বাজারে আসার পূর্বে নিজেকে সম্পূর্ন ভাবে তৈরী করে নিয়ে আসাটা অনেক জরুরী। চিরাচরিত ডিগ্রি (এম.এ, বি.এ, এম.বি.এ ইত্যাদি) ছাড়াও যে নিজকে যেই সেক্টরে প্রতিষ্ঠিত করতে চান, সেই বিষয়ে উপর্যুপরি কোয়ালিফিকেশন অর্জন করেই আসা উচিৎ। কেননা বর্তমানে অভিজ্ঞতা থেকেও সার্টিফিকেট এর মূল্য অনেকটাই বেশী। ধন্যবাদ, আসিফ নেওয়াজ. এক্সিকিউটিভ (একাউন্স এন্ড ফিন্যান্স) প্যসিফিক জিন্স লিঃ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।