আমাদের কথা খুঁজে নিন

   

সব পাখির নীড় থাকে না

কি বলব ফিরে আসা আমার একেবারে পছন্দ নয় কারণ, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো তাই সময়ের ক্ষয়ে আমি শিখে নিয়েছি সব রকম নি:সঙ্গতার ভাষা। তবে ভালবাসি তোমাকেই তাই বলে কাছে নয় স্পর্শে-আলিঙ্গনেও নয় যেমন আকাশ আর সমুদ্র ভালবাসে কেবল তাঁরা বোঝে মিলন আর বিরহের মারেফাত। ফিরে আসা আমার একবারে পছন্দ নয় কারণ, তুমি নিজের দু:খ সয়েই বড় ক্লান্ত কারণ, তুমি আমার দু:খ অনুবাদ কর নি। আমি তো মাটি নই তাহলে কীভাবে এত মানুষের নিষ্ঠুরতায় মৌন থাকি কীভাবে নিসর্গের এত অনুষঙ্গের মর্মবেদনা নিরীক্ষা করি কীভাবে এত পাতার মৃত্যু শিহরণ বুকের খোলে জমিয়ে রাখি ! ফিরে আসা আমার একেবারে পছন্দ নয় কারণ, আমি ফিরে আসতে শিখিনি কারণ, সব পাখির নীড় থাকে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।