আমাদের কথা খুঁজে নিন

   

পাখির দশা (আজব এক কথামালা)

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক একটা পাখি ছিলো, শঙ্খ ডানার চিল পাখির কোনো বোধ ছিলোনা, ছিলো নির্বোধ যখন-তখন তীক্ষ্ণ ডাকে, চমকে দিতো পাখির কান্ড দেখে লোকের জাগে ক্রোধ। তখন ধরতে তারে পাতলো ফাঁদ সবে, পাখি এবার যাবি কথা ধরা পড়তেই হবে। যা ভেবেছেন, তাই পড়লো পাখি ধরা চোখ গেলো তার হলো ডানা হারা। লোকের রাগে পা হারালো তাই শুধু নয়, হারলো সবকিছু বেশ হয়েছে, বদ পাখি তুই আর লাগতে যাবি, কারো পিছু? পাখির জীবন দেখে একটু নিন ভেবে নিজেকে নিয়ে ব্যাস্ত থাকুন কী লাভ অন্যের পিছে লেগে। পাঠকের জন্যঃ এই ছবিগুলো নিচ থেকে দেখলে আপনি শিখে যাবেন, কিভাবে চিল আঁকতে হয়। উৎসর্গঃ সম্প্রতি এক পাখির এমন দশা হয়েছে, আমার পিছনে লাগতে গিয়ে, তাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।