আমাদের কথা খুঁজে নিন

   

পাখির কথা



আমাদের পাশের বাড়িতে একটা মজার পাখি আছে, এই পাখিকে আমাদের এলাকার ভাষায় সুইট্টানি শালিক বলে । এটা কথা বলতে পারে । এক দিন আমি সে বাড়ির ভিতর দিয়ে আসতেছিলাম স্কুলে, পাখি টা আমাকে বই হাতে দেখে বলতেছে যে " বাছু স্কুলে যাইত ন বাছু স্কুলে যাইত ন, আমি ত অবাক কিন্তু আমি জানি না বাছু কে, আমি পাখিটাকে বললাম কি বলতেছ, বাছু কে আমি তো তাকে চিনি না। পাখিটা বার বার বলতেছে একই কথা "বাছু স্কুলে যাইত ন, বাছু স্কুলে যাইত ন । আমি আবার যথন পাখিটাকে বল্লাম আমি তো বাছু কে চিনি না।

পাখি আমাকে বল্ল "চুপ কর সয়তান " তারপর পাখিটা আমার দিকে দাওয়া করল আমি তো দৌড়ে পালাতে লাগ লাম , তার পর ও আমি ওর নথের আছর থেকে বাঁচতে পারলাম না । এই পাখি টা সব সময় খাচার বাহিরে থাকত। পরে জানতে পারলাম পাখিটাকে যে পালতেছে তার নাম বাছু । সেই ছেলেটি এই পাখিটাকে এভাবে কথা গুলো শিখিয়েছে । তার পর থেকে সেই বাড়ির পাশ দিয়ে আসার সময় আগে দেখি সেই পাখি টা আছে কি না ।

থাকলে এই বাড়ির আসে পাশে দিয়েও আমি স্কুলে যেতাম না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।