আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি মেয়েটিকে বাঁচাতে পারি না?

ওর নাম ইয়াসমিন আক্তার। বয়স সাড়ে ছ বছর। বাবা মার কোল আলো করে যে শিশুটি একদিন ঘরে এসেছিল, যার পদচারনায় মুখরিত আজো তাদের আঙ্গিনা, তাকে হঠাৎ হারানোর শঙ্কা আজ তার বাবা মার চোখে মুখে। কিছুদিন আাগে যে তাদের সন্তানের হৃদযন্ত্রে এক জটিল রোগ ধরা পড়েছে, (ইনফান্ডিবুলার স্টেনোসিস)। চিকিৎসার জন্য প্রয়োজন অনেক অর্থ।

চিকিৎসা করানোর অশেষ সাধ থাকলেও সাধ্য যে নেই একেবারেই। এস এ পরিবহনের সাধারণ একটি চাকুরি করে সবার মুখে দুমুঠো খাবার তুলে দিয়ে আর কীই বা বাকি থাকে মাস শেষে। এর পরও সন্তানের চিকিৎসায় সব সম্বল অকাতরে বিলিয়ে দিয়ে তার বাবা মা আজ অসহায়। সামান্য সাহায্যের আশায় ফিরছেন মানুষের দ্বারে দ্বারে। আশা যদি ইয়াসমিন সুস্থ হয়ে ওঠে।

সমাজের বিত্তবানদের প্রতি তার বাবা মার আকুল আবেদন যেন তাদের ইয়াসমিনের চিকিৎসার জন্য আমরা সকলেই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। তিলে তিলে বেড়ে ওঠা তাদের ইয়াসমিন যেন তাদের এ আঙ্গিনা ছেড়ে কখনো আড়ালে হারিয়ে না যায়। আমাদের অনেকের সামান্য একটু সদিচ্ছাই দিতে পারে ইয়াসমিনের বাবা মার সাধ ও সাধ্যের এক অদৃশ্য মিলন। বেঁচে যেতে পারে পুরো পরিবারটিই। আাসুন আমরা সবাই মিলে ওদের পরিবারটির সামান্য একটু হলেও ভার নিজের কাঁধে তুলে নিই।

ওদের সংসারের এই হাসিমাখা ছবিটি যেন হয় চির অমলিন। সাহায্য যেখানে পাঠাব, একাউন্ট নম্বর ৯৭৫৯, সোনালী ব্যাংক, সোনাইমুড়ি শাখা, নোয়াখালী। মোবাইল নম্বর ০১৭৩১৮১০৭৬৪। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.