আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটিকে -ভালবাসি- বলার পরের কথাগুলো

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

সকালের পোষ্টে অনেকেই জানতে চেয়েছেন, আজ থেকে বেশ কয়েক বছর আগে একটি মেয়েকে এই দিনে "ভালবাসি তোমায়" বলার পরের কি ঘটনা হয়েছিল। সেটাই বলছি। সেদিন সে মেয়েটিও আমার কথার জবাব দিয়েছিল সেই ফোনেই। সেও বলেছিল, "আমিও আপনাকে ভালবাসি"।

তারপর আস্তে আস্তে আপনি থেকে "তুমি" তে সম্পর্ক আসে। প্রতিদিন ফোনে কথা বলতাম। আমার মায়েরও পছন্দ ছিল ঐ মেয়েটি। এভাবে অনেকদিন প্রেম করলাম ফোনে। তখন তো ফোনের কল রেইট এত কম ছিল না।

বেশ খরচ হতো মোবাইলের পিছনে। সে তো আর ঢাকায় থাকতো না। একবার মাত্র ডেটিং করেছিলাম সারাদিন। সারাটা দিন একত্রে কাটিয়েছি। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়লাম।

পরিবারের একটি অংশের তীব্র বাঁধা, অনেকের অসহোযোগীতা সত্বেও বিয়ে করলাম তাকে। যদিও আমার বাবা মায়ের সমর্থন ছিল। সেই আমার আমার অর্ধাঙ্গীনি। তাকে নিয়েই আমার সব কিছু। তাকে খুব ভালোবাসি।

প্রচন্ড ভালোবাসি। আমরা বিয়ের আগে প্রতিজ্ঞা করেছিলাম, আমাদের ভালবাসার বন্ধন যেন হয় চির অম্লান। সবাই যেন আমাদের উদাহরন দেয়। আমার সব আত্মীয় স্বজন যারা আমার বিয়ের সময় অজানা কারণে বিরোধীতা করেছিল তারাই এখন আমার বউ ছাড়া কিচ্ছু বোঝে না। আমার বউ তাদের অনেক আপন করে নিয়েছে।

তিনি আমার ঘর উজ্জল করে রেখেছেন। আমরা খুবই সুখী। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া এই জন্য। আগের পোষ্ট

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.