আমাদের কথা খুঁজে নিন

   

শৈশবের উঠোনে ছড়ানো দুয়েকটি তাজা বকুল

শৈশবের উঠোনে ছড়ানো দুয়েকটি তাজা বকুল খোলা চুলের মতো পৃথিবীর পিঠে নদীর চলাচল খোপার মতো এক একটি লতা-গুল্মের ঝোপ মসৃন ঢেউ খেলানো নদী আর মানবীর সমস্ত চরাচর পথিক ক্লান্ত হলে ঘড়ির কাঁটার নিয়মে খোজেঁ জল আর ছায়া নতজানু নতমস্তক উভয়ের কাছে ধুয়ে নেয়, মুছে নেয় মেখে নেয় ফুলের রেণুর মতো তোমার করুণার ভালোবাসা কী লাভ কাছে কাছে থেকে, যাত্রীর দায় নেই সময়ের কাছে তবু চাকা ঘুরে বা থেকে ডানে ক্রমাগত নিম্নাঞ্চলে নদী-নারী উভয়ে গড়ায় পাড় ভাঙ্গে, চর জাগে সাপ-লুডু খেলে যায় ভীষণ কেউ দাস নয়-- রাশ টেনে ধরা ছুটন্ত অশ্ব আরবে মড়ক লেগেছে কী হয় জেনে? জলে জেগে আছি বৃষ্টিস্নাত দিনে শিশিরের গন্ধ পাই শৈশবের উঠোনে ছড়ানো দু'একটি তাজা বকুল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।