আমাদের কথা খুঁজে নিন

   

শৈশবের খোঁজে

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

শৈশবকে রেখে এসেছি গাঁয়ের কাছে ফিরিয়ে দিবে একদিন সেই অঙ্গীকারে। জীবনকে খোঁজে পেতে সময়ের রথে চড়ে অনেক অনেক পথের শেষে আবার যখন খোঁজে পেলাম নিজকে শৈশবের আবাহনে। ছুটে গেলাম গাঁয়ের কাছে। কিন্তু কোথায় আমার সেই শৈশব? সেই মাঠ-প্রান্তর-নদীকূল ক্ষেতের আইলে ফোটা ঘাসফুল দিঘীর জলে বুনো হাঁস পানকৌড়ির ঠোঁট কোথাও নেই আমার শৈশবের মুখ। বাঁশঝাড়ে পেঁচার ডাকে কেঁপে উঠা ভূতুড়ে সন্ধ্যা দিঘীর জলে পূর্ণিমার আলোয় কিশোরী বধূর সাঁতার কাটা কোথাও হয় না আমার শৈশবের পথ হাঁটা। কেমন যেন বদলে গেছে সব বদলে গেছে গাঁয়ের ছবি। আমিও হারিয়ে ফেলেছি আমার শৈশবের সবই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।