আমাদের কথা খুঁজে নিন

   

শৈশবের স্মৃতি

ভাল আছি

কবিতাটি আজ থেকে প্রায় ১৪ বছর আগে লিখা, তখন আমি কলেজে পড়ি। পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন বগুরা স্টুডেন্ট আ্যসোসিয়েশনের ম্যাগাজিনে এটি প্রকাশিত হয়। শৈশবের স্মৃতি স্মৃতি বড় বেদনার, বড় মধুর। স্মৃতি অনেক দুঃখের, অনেক আনন্দের। স্মৃতি অনেক কস্টের , তবুও মায়াময়।

যখন অতীত নিয়ে ভাবি, তখন অনেক স্মৃতি এসে ভীড় করে, দোলা দেয় আমার মনে। শৈশব ছোট্ট একটা শব্দ কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে কত আনন্দ কত হাসি, কত বেদনা আর দুঃখ রাশি রাশি। বাবার স্নেহ মায়ের বকুনি খাওয়া, অবুঝ হৃদয় কান্নায় ভেসে যাওয়া। শৈশব মানে আষাঢ়ে গল্প শোনা, শৈশব মানে আকাশের তারা গোনা। শৈশবে মজা এক্কা দোক্কা খেলায়, শৈশবে মজা দুর্গা পুজার মেলায়।

আজ শৈশব ঝরা শিউলির বন, সূদুর অতীত তাইত রিক্ত মন। দিবানিশি তবু আমি আজো সেই আশায় আশায় থাকি, দক্ষিন দ্বার খুলে বসে আছি যদি সে দেয় গো উঁকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।