আমাদের কথা খুঁজে নিন

   

ধানের শীষ বনাম গমের শীষ !

সরকারের কুটকৌশলে জম্ম নিল বি এন এফ। নতুন এই দলটাকে জম্ম দেয়া হয়েছে শুধুই বিভ্রান্তি সৃষ্টির জন্য। যারা ভাবছেন এই বি এন এফ দলটি বি এন পির কিছুই করতে পারবেনা তাঁরা মনে হয় ভুল করছেন। শুধু গঠণতন্ত্রে শহীদ জিয়ার আদর্শ নয় এদের মার্কা হচ্ছে গমের শীষ। এখন অবিকল ধানের শীষের মত করে একটা গমের শীষের লোগো ডিজাইন করা হবে যাতে পড়াশুনা না জানা লক্ষ ভোটার ধানের শীষ আর গমের শীষ আলাদা করতে পারবেনা। ব্যালট পেপারে গমের শীষ ধানের শিষের আগে বসাতে পারলে বি এন পির বিশাল ভোট নষ্ট হবে। এখন কেউ যদি সাম্পান মার্কা বা ডিন্গী মার্কা নিয়ে বাংলাদেশ আওয়ামি ফোরাম নামে কোন দলের নিবন্ধন চায় তা অনুমোদন পাবে তো? এরা আর কত নীচে নামবে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।