আমাদের কথা খুঁজে নিন

   

ধানের নতুন জাত



আউশ ও বোরো মৌসুমের জন্য ব্রি ধান ৫৫ নামের বৈরি পরিবেশ সহনশীল নতুন জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এছাড়াও ছাড় পেয়েছে বিপর্যয় সহনশীল ৪টি এবং ২টি হাইব্রিড ধানের জাত। এসব নতুন নতুন জাত নিয়ে আশাবাদী কৃষকরাও। দেখুন চ্যানেল আই এর রিপোর্ট গতমাসে অনুমোদন পেয়েছে ব্রি ধান ৫৫ নামের এই জাত। এটি একই সাথে মধ্যম মানের লবনাক্ততা, ঠান্ডা ও খরা সহিঞ্চু।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আউশ ও বোরো উভয় মৌসুমেই এই জাত ভাল ফলন দেবে বলে আশা করেছেন বিজ্ঞানীরা। সিনিয়র বিজ্ঞানী রফিকুল ইসলাম বলেছেন এটি হেক্টরে ৫-৭ টন ফলন দেবে। এছাড়াও গত বছর ব্রি উদ্ভাবন করেছে ব্রি ধান ৫১, ৫২, ৫৩ ও ৫৪ এবং ব্রি হাইব্রিড ধান ৩ ও ৪ জাত। এর মধ্যে ব্রি ধান ৫১ ও ৫২ আমন মৌসুমের জন্য। এই দু’টি জাত ১৪দিন পানিতে ডুবে থাকলেও মারা যাবে না।

ফলন পাওয়া যাবে বলে জানান, ব্রি‘র মহাপরিচালক ড. আব্দুল মান্নান। আর লবনাক্ততা সহনশীল জাত ব্রি ধান ৫৩ ও ৫৪ চাষ কার যাবে আমন মৌসুমে। উচ্চ ফলনশীল ব্রি হাইব্রিড ধান ৩ বোরো মৌসুমের জন্য, আমন মৌসুমের জন্য ব্রি হাইব্রিড ধান ৪। খাদ্য চাহিদার কথা চিন্তা করে সকল মৌসুমের জন্য শর্ট ডিউরেশনের বন্যা, খরা ও লবনাক্ততা সহনশীল জাত উদ্ভাবনে বিজ্ঞানীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্রি-র গবেষণাগারে। কৃষকরা জানালেন নতুন নতুন জাতের ধান আধুনিক প্রযুক্তিতে চাষ করে তারা আগের চেয়ে ভাল ফলন পাচ্ছেন।

তারা আশা করেছেন বিজ্ঞানীরা তাদের জন্য আরো বেশি গ্রহনযোগ্য জাত ও প্রযুক্তি দেবে। যেমন আড়াই মাস ডিউরেশনে বিঘাতে ২৮-৩০ মন ফলন পাওয়া যাবে এমন জাত চান তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।