আমাদের কথা খুঁজে নিন

   

ধানের শীষ = ভাত

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না।

বিষয়টা তো এমনই, সদ্য সবুজের বুক চিরে ধান বেরিয়ে আসছে তারপর তা সময়ের ব্যবধানে সেই ধান থেকে চাল হয়ে একদিন আমাদের প্লেটে উটছে। আমাদের স্বাদের ভাত । খালেদা জিয়ার নির্বাচনি প্রচারে সেই ধানের শীষ এখন পুরো ধান । সারা বাংলাদেশে আমনের শেষ মেীসুম ।

অনেকে ধান কেটে ঘরে তুলছে আবার অনেকের এখনও কাটা বাকি । সেই ধান নিয়ে চলছে প্রচার । প্রচার পর্বে কখনও সেমিনারের ভাষনে মানুষের মাথায় মাথায় কখনও হাতে ও অবশেষে পায়ের তলে মাটিতে , সারা বাংলাদেশে চলছে এভাবেই নির্বাচনি প্রচারের একটি হতিয়ার। কত ধান নষ্ট হচ্ছে বা হলো সেই হিসাব কেউ করবে কি? করবে না । তবে আমি একটা ছোট হিসাব দিতে পারি ,খুব সাধারণ ভাবে ভেবে, """""যে ধান গুলো নষ্ট হলো তা দিয়ে পুরো বালাদেশের মানুষের কম করে হলেও একদিনের একবেলা খাবার হয়ে যেত ।

""""""""

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।