আমাদের কথা খুঁজে নিন

   

ধানের দেশে চাল নেই...

দাগ খতিয়ান নাইতো আমার/ঘুরি আতাইর পাতাইর...

হাওর-বাওড় ধানের দেশ সুনামগঞ্জ। প্রতি বছর বোরো মওসুমে সুনামগঞ্জের হাওর থেকে প্রায় ১২শ কোটি টাকার ধান উৎপন্ন হয়। এই হাওর অঞ্চল থেকে সরকার প্রতি বছর মোটা অংকের রাজস্ব নেয়। কিন্তু হাওরবাসীর অবকাঠামোগত উন্নয়নসহ হাওর রক্ষার জন্য সরকার যৎসামান্য বরাদ্দ দেয় যা এই সম্পদের তুলনায় একেবারেই অপ্রতুল। হাওরপাড়ের কৃষক রাষ্ট্র ও সরকারের বঞ্চনার পরও চরম কষ্ট করে সোনার ফসল ফলায়।

কিন্তু সেই ফসল তারা ভড়ারে তুলতে পারে খুব কমই। কারণ প্রতি বছর এই মওসুমে পাহাড়ি ঢল হাওরপাড়ের কৃষকের জন্য বিপদ নিয়ে হাজির হচ্ছে প্রতিনিয়ত। তলিয়ে নিচ্ছে তাদের ধানচোখের স্বপ্ন। রাষ্ট্র ও সরকারের অবহেলা, অনিয়ম ও দুর্নীতির কারণেই ফসল তলিয়ে নেয় পাহাড়ি ঢল। মূলত প্রকৃতির দয়ার উপরই কৃষকরা টিকে আছে।

সুনামগঞ্জে প্রায় দেড় শতাধিক ছোটো বড়ো হাওর রয়েছে। তবে সরকার মাত্র ৩০-৩২টি হাওরের ফসল রক্ষার জন্য কাজ করে। এবার সরকারের পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের হাওর রক্ষার জন্য বরাদ্দ দিয়েছে মাত্র ৯ কোটি টাকা। নিয়মানুযায়ী সরকারের পাউবোর স্থানীয় কর্মকর্তারা ১৫ মার্চের মধ্যে হওরের ফসল রক্ষাবাধের নির্মাণকাজ সম্পন্ন করার কথা। কিন্তু এখন পর্যন্ত তারা অধিকাংশ হাওরের ফসলরক্ষা বাধের কাজ সম্পন্ন করতে পারেনি।

ঠিকাদারের কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে তারা বাধ তদারকি না করেই বিল দিয়ে দিচ্ছেন। অপরদিকে বাধগুলোতে হচ্ছে নিম্নমানের কাজ। যার ফলে ইতোমধ্যে অনেক ফসলরক্ষা বাধ ভেঙ্গে গেছে। পাউবোর অনয়িম আর দুর্নীতির কারণে অনেক বাধে ফাটল দেখা দিয়েছে। জেলার অন্যতম বড় শনির হাওরের ফসলরক্ষার বাধও হুমকির সম্মুখিন।

গত ২ এপ্রিল টাঙ্গুয়ার হাওরের ফসলরক্ষা বাধ ভেঙ্গে প্রায় ১৩শ একর বোরো ফসল তলিয়ে গেছে। এভাবে আরো একাধিক বাধের অবস্থাও ঝুকিপূর্ণ। সুনামগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা বাধ তদারিকতে অনিয়মের বিষয়টি ধরা পড়েছে। স্থানীয় আর্মি ক্যাম্পের কর্মকর্তারাও বাধ পরিদর্শন করে চলছেন। বাধ ঘুরে তারা জানিয়েছেন অনিয়ম হয়েছে প্রতিটি বাধে।

প্রতিটি বাধ থেকেই পাউবো ও ঠিকাদাররা যথসামান্য কাজ করে লুপটপুটে খেয়েছেন। ধানের দেশে এখন চাউলেরও আকাল চলছে। তবে এসব অনিয়মের কারণে হাওরগুলোর ফসলরক্ষা বাধ ভেঙ্গে ফসল তলিয়ে গেলে সারা দেশেই একই অবস্থার সৃষ্টি হবে। এখন যেভাবে চালহীন হয়ে পড়েছে দেশ এই ফসল রাষ্ট্র ও সরকারের বঞ্চনা ও অনিয়মের কারণে মার খেলে চালহীন হয়ে ড়বে দেশ। তখন...???


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।