আমাদের কথা খুঁজে নিন

   

নারীরা ফেরে না

যাওয়া বলে কিছু নেই সবই ঘুরে ফিরে আসা শু্ন্যতায় মাথা কুটে ফিরে আসে সমস্ত সংলাপ সব চিৎকার, শিতকার বিশাল রণপায় চেপে প্রাচীন গোধূলীও ফিরে আসে নীলিমা ভ্রমন শেষে ফেরে পাখি নদী তারও গতি নয়, শুধুই সাগরে সেও মেঘে মেঘে ঝর্নার নিকট ফিরে যায় তবুও একবার চলে গেলে নারীরা ফেরে না। (কবিতাটা আমার না। অনেক বছর আগে পড়েছিলাম। লেখকের নাম টাও ভুলে গিয়েছি।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।