আমাদের কথা খুঁজে নিন

   

নারীরা কেন পরকীয়ায় পড়ে

লিখতে চাই গল্প, কয়েক লাইনে আটকে যাই তাই কবিতাই ভরসা!!

বিয়ের পরে নারী বা পুরুষ অন্যর সঙ্গে জড়িয়ে পড়তে পারেন সম্পর্কে। উভয়ের বেলায় এমনটা হতে পারে। বিশ্বাসঘাতকতা, অসম্মান বা মূল্যায়ন না করা, অসংলগ্ন আচরণের মতো নানা কারণেই পরকীয়ায় জড়াতে পারেন আপনার সঙ্গী।
নারী বা পুরুষ যেকেউ পরকীয়ায় জড়াতে পারেন। কিন্তু কেন শুধু নারীরা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন, তার কিছু কারণ বেরিয়ে এসেছে একটি জরিপে।



সম্প্রতি ভিক্টোরিয়া মিলান ডটকম নামের একটি ওয়েবসাইট চালিয়েছে এই জরিপ। তারা চার হাজার নারীর সামনে কিছু প্রশ্ন তুলে ধরে পরকীয়ার কারণ জানতে চেয়েছিল। জরিপে পুরুষ সঙ্গীর কয়েকটি আচরণের বর্ণনা দিয়ে বলা হয়েছে কিভাবে ওই নারীরা পরকীয়ায় পড়েছেন।

ওই ওয়েবসাইটের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ও ডেইলি মেইল অনলাইন জানায়, পুরুষ সঙ্গীর প্রতারণার কারণে ৬৫ শতাংশ নারী জড়িয়ে পড়েছেন পরকীয়ায়। আবার দেখা যাচ্ছে, বাকিদের মধ্যে ৮১ শতাংশ স্বামীর চেয়ে অন্যের (যার সঙ্গে পরকীয়া জড়ান) কাছে উষ্ণ ভালোবাসা পাওয়া—পরকীয়ার একটি অন্যতম কারণ।



ওয়েবসাইটটির জরিপে দেখা গেছে, পুরুষ সঙ্গীর খারাপ আচরণ, বিশ্বাসঘাতকতা, (শুধু এই কারণে অধিকাংশ নারী পরকীয়া জড়ান), কিছু বদ অভ্যাস, রাতে অসংলগ্ন আচরণ, ইচ্ছার মূল্য না দেওয়া, বারবার মুঠোফোনে নজরদারি, শারীরিক সংসর্গে অনীহাই মূলত নারীরা পরকীয়ায় জড়িয়ে পড়ার দিকে ধাবিত হয়েছেন।



নারী-পুরুষ উভয়ই উক্ত কারণগুলো থেকে সাবধান থাকলেই বোধহয় সম্পর্কটি ভালোভাবেই টিকে থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।