আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের মহানায়ক

‍প্রেম নয় কবির অন্বিষ্ট হলো বিরহ । / কিন্তু বিরহ দুর্লভ বড়, প্রেমের ওপারে থাকে সে । / তাই কবিকেও প্রেমে পড়তে হয়,/ অবশ্য তা প্রেমের জন্য নয়-/ একদিন বিরহকে কাছে পাবে বলে । ...নির্মলেন্দু গুণ । বঙ্গবন্ধু মানেই বায়ান্ন, ছেষট্টি, ঊনসত্তর বঙ্গবন্ধু মানেই ঊনিশশো একাত্তর ।

বঙ্গবন্ধু মানেই সাতই মার্চ, দশই জানুয়ারী বঙ্গবন্ধু মানেই ষোলই ডিসেম্বর । বঙ্গবন্ধু মানেই টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ বঙ্গবন্ধু মানেই ধানমন্ডি বত্রিশ । বঙ্গবন্ধু মানেই পদ্মা, মেঘনা, যমুনা বঙ্গবন্ধু মানেই টেকনাফ, তেঁতুলিয়া । বঙ্গবন্ধু মানেই রাসেল, রেহানা বঙ্গবন্ধু মানেই শেখ হাসিনা । বঙ্গবন্ধু মানেই খোকা, মুজিব ভাই বঙ্গবন্ধু মানেই জাতির জনক ।

বঙ্গবন্ধু মানেই পরাধীনতার শেষ বঙ্গবন্ধু মানেই স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই রেসকোর্সের সেই গায়ক বঙ্গবন্ধু মানেই বিজয়ের মহানায়ক । বঙ্গবন্ধু হল, ঢাকা বিশ্ববিদ্যালয় * ‘জাতীয় কবিতা উৎসব ২০১১’র মঞ্চে পঠিত এবং বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘বিজয় দিবস ২০১০’ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বিজয় কাব্য’ শিরোনামের দেয়াল পত্রিকায় প্রকাশিত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.