আমাদের কথা খুঁজে নিন

   

বারবার জানোয়াররাই কেন?

ধুর। । আমরা যারা ব্লগে লিখি বা ব্লগ পড়ি তাদেরকে নব্য বুদ্ধিজীবী বলে তারা যারা ব্লগ পড়ে না বা ব্লগিং করে না। তাদের ধারনা হলো ব্লগিং একটা ফালতু বিষয়। সময় নষ্ট করা ছাড়া আমরা নাকি কিছুই করি না।

দেশ জাতি ইত্যাদি নিয়ে আমরা হুদাই কচ কচ করি। এতে নাকি কারো কিছু যায় আসে না। দেশের "উন্নতি"তে ব্লগিং এর কোনই অবদান নাই আগডূম বাগডুম অনেক কিছুই অনেকের কাছ থেকে শুনি। আমাকে কেউ প্রশ্ন করে ফেলতে পারে যে, " তাদের কে কিছু বলেন না?" আমি তার উত্তরে বলবো, "আমি জানি আমি কেন ব্লগে লিখি। কে কী ভাবলো তাতে আমার কিছু মাথা ব্যথা নেই।

যে বুঝে আমি কেন ব্লগে লিখি তাকে আমার কিছু বলার কোন প্রয়োজন নেই। আর যে কখনো বুঝে নি আমি কেন ব্লগিং করি, তাকে আমার নতুন করে বুঝাতে যাবারও কিছু নেই। কারন তাকে আমি কখনও কিছু বুঝাতে পারবো না"। আজ খুব কষ্ট নিয়ে আমি ব্লগে লিখতে এসেছি। বিকেলে একবার, এই রাতদুপুরে আরেকবার।

আজ এত দুঃসংবাদ শুনেছি, যে স্বাভাবিক হতে পারছি না। আমার শেষ আশ্রয় এই ব্লগের কাছে আমি তাই আবার এসেছি। আমি এখানে এই জন্যেই আসি। দুঃখের কথা লিখে ফেলি। বুঝতে পারি যে আমি নতুন এখানে এসেছি, কেউ সেভাবে আমাকে চিনে না।

আমার লেখাও অনেক মানুষ পড়েন না, আমিও অনেকের মত অনেক ভালো লিখতে পারি না। তারপরও লিখতে আসি। অন্তত এই কাগজটাকে তো আমি শুনাতে পারছি আমার মনের কথা। আমাদের দেশটা এমন হয়ে গেলো কেন? আমরা বার বার এক ভুল কেন করছি? যার তার উপরে বিশ্বাস করে নিজের আর বাকি সবার জীবন কেন জানোয়ারদের হাতে তুলে দিচ্ছি? আ নামের জানোয়ার বি নামের জানোয়ার। জানোয়ারই শুধু আশেপাশে।

দেশে কি ভালো মানুষ নাই? প্রত্যেকটা মানুষের মাঝে কেমন চাপা ক্ষোভ দেখতে পাই। রাগ, অভিমান আর দুঃখ জমে জমে সবার মন কেমন যেন বিষিয়ে গেছে। যখন এই রাগ ভেসে উঠে... উফ!!! কী কদর্য যে তার রূপ হয়! জেনে বুঝে তারা স্কুল কলেজের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে পিটিয়ে মেরে ফেলে। এই মার আসলে কার উপরে পড়ার কথা? তাদেরকে হাতের নাগালে পাওয়া যায় না বলেই আজ এই অবস্থা কি? কেউ জানে না এই উত্তর। অথচ সবাই বুঝে গেছে, যে জানোয়ারদের দিয়ে আর কোন লাভ নেই।

জানোয়ার গুলো খাবে, দাবে আর কল কলিয়ে একে অন্যের দোষ ধরবে। তাও শুধু সবার সামনে। পরদা'র আড়ালে তারা আবার জিগরি দোস্ত। তারা তো সবাই ভালো মতোই জানে যে ট্যাগ আলাদা হলেও মালপত্র তারা সব এক। এক সময় আমার এক স্যার বলতেন, "দেখিস, একদিন বুদ্ধিজীবী শব্দটা একটা গালি হয়ে যাবে!" তা ই হয়েছে।

আমরা বুদ্ধিজীবী ছাড়া আর কী? খালি দেখেই যাই। আর সাদা পাতায় লিখেই যাই। বলি বেশি। বুঝি কম। আমাদের মত আবাল অর্বাচীন দিয়ে দেশটা ভরে যাচ্ছে।

ধ্বংসের দেরি তো আর দেখি না। তবুও নিশ্চয়ই আমরা পরেরবার আরেকদল জানোয়ারকেই ডেকে আনবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.