আমাদের কথা খুঁজে নিন

   

"পরোক্ষ ধুমপানকে না বলুন" গ্রুপের প্রথম মিটিং

চেষ্টা করে দেখি। পরোক্ষ ধুমপানকে না বলুন গ্রুপের শাবিপ্রবিতে প্রথম মিটিঙয়ের আলোচনাঃ 1. ধূমপান বন্ধ করার জন্য অনেক আন্দোলনতো আছেই, আলাদাভাবে পরোক্ষ ধূমপান নিয়ে আন্দোলন কেন? a. অনেকেই আছেন যারা ধূমপান করাটাকে তাদের ব্যক্তিগত ব্যাপার মনে করেন, এবং এটা বন্ধ করা বিষয়ক কোন কথা বলাই পছন্দ করেন না। এ ব্যাপারে জোর করে কাউকে আটকানোর কোন সুযোগ নেই বলেই আমরা মনে করছি। এই বিষয়ক আলোচনাগুলো বেশীরভাগ সময় উদ্দেশ্যহীন বিতর্কে পরিণত হয় যেখানে কেউই হার না মানার ব্যাপারে অনড় থাকেন। b. ধূমপান বন্ধ করার আন্দোলনের বর্তমান অবস্থা কি? অনেক বছর ধরে এই আন্দোলনে অনেক মানুষ জড়িত আছেন।

ধূমপান এর ক্ষতি সম্পর্কে বেশীরভাগ মানুষকেই ইতিমধ্যে যথেষ্ট সচেতন করা সম্ভব হয়েছে, তারপরেও যারা ধূমপান করেন তারা অনেকটা জেনেশুনেই করেন। সচেতন হয়ে সব ধূমপায়ী ধূমপান ছেড়ে দেবেন, আমাদের মনে হচ্ছে না এটা কেউ আশা করেন। কিন্তু যারা ধূমপান করেননা, তাদের চারপাশে যাতে একটা সুস্থ পরিবেশ বজায় থাকে সেটা নিশ্চিত করাই হচ্ছে বর্তমান সময়ে ধূমপান বিষয়ক প্রথম গুরুত্বপূর্ণ ব্যাপার। সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে একটা নেক্সট জেনারেশন তৈরী হয় যাদের মধ্যে ধূমপান নামক কোন ব্যাপারই থাকবে না। এটার জন্য আমরা সবাই কাজ করছি, এবং এর জন্য মনে হচ্ছে আমাদের আরো বেশ কিছু সময় অপেক্ষা করতেই হবে? c. এখন আসি পরোক্ষ ধুমপান নিয়ে।

অধূমপায়ীরা নিজেরা ধূমপান না করেও পরোক্ষ ধুমপানের মাধ্যমে একই ধরনের শারিরীক রিস্কে পড়েন। তাদেরকে প্রায়ই এমন পরিস্থিতিতে পরতে হয়, গনতান্ত্রিক অধিকার অনুযায়ী যেটাতে পরার কথা না। এমনকি পরোক্ষ ধুমপানের শিকার হতে হতে কেউ কেউ নিজেই ধুমপান শুরু করেছেন এমন ঘটনাও আছে। কিন্তু পরোক্ষ ধুমপানের সম্ভাব্য ক্ষতি এবং এটা থেকে নিজেকে বাঁচানোর গনতান্ত্রিক অধিকার সম্পর্কে মানুষ সম্ভবত সেইভাবে সচেতন হয়নি এখনো। তাই প্রত্যক্ষ ধূমপান সম্পর্কে ইতিমধ্যে সচেতন সমাজকে পরোক্ষ ধুমপান সম্পর্কেও আলাদাভাবে সচেতন করা দরকার।

d. সবার ধূমপান হুট করে বন্ধ করে দেয়া অত্যন্ত কঠিন একটা ব্যাপার। এর জন্য সঠিক সামাজিক কাঠামো এবং প্রয়োজনে আইন ব্যবহারেরও দরকার হতে পারে। কিন্তু পরোক্ষ ধুমপানটা শুধু সচেতনতা দিয়েই দ্রুত সমাধান সম্ভব, কারন এখানে অনেক ভাল একটা কাজ করার জন্য সংশ্লিষ্ট কারোই খুব বেশী ক্ষতি হচ্ছে না। 2. এই আন্দোলনের মাধ্যমে আমরা কি লক্ষ্যে পৌঁছাতে চাই? a. সবাইকে পরোক্ষ ধূমপানের ক্ষতি সম্পর্কে সচেতন করা। b. পরোক্ষ ধূমপান নিয়ে প্রতিবাদ করার গনতান্ত্রিক অধিকার চর্চায় সবাইকে উৎসাহিত করা।

c. পরোক্ষ ধূমপান করানোকে আইনগতভাবে শারিরীক ও মানসিক নির্যাতনের পর্যায়ে ফেলা। 3. বিভিন্ন শক্তিশালী ব্লগারদেরকে আমাদের কাজে সহায়তা করার ব্যাপারে উৎসাহী করার চেষ্টা করতে হবে। 4. ক্যাম্পাসে স্মোকিং এবং নন-স্মোকিং জোন আলাদা করা (নো ম্যানস ল্যান্ডও থাকতে পারে কিছু )। যেখানে সেখানে স্মোকিং করা যাবে না। এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে শীঘ্রই আলোচনা করা হবে।

5. ইন্টারনেটে সক্রিয় হয়ে যারা এখনো আমাদের আন্দোলনে যোগ দেননি তাদেরকে সচেতন করে আমাদের সাথে সম্পৃক্ত করতে হবে। এই ব্যাপারে প্রাথমিক কিছু উদ্যোগ নেয়া হয়েছে। a. পরোক্ষ ধূমপান সম্পর্কিত সচেতনতামূলক দেয়াল পত্রিকা প্রকাশ করা। এই ব্যাপারে একটি সেচ্ছাসেবী দল গঠন করা হয়ঃ i. জেমি (১ম বর্ষ ২য় সেমিষ্টার) ii. আমীরা (১ম বর্ষ ২য় সেমিষ্টার) iii. প্রিয়ম (১ম বর্ষ ২য় সেমিষ্টার) iv. শাকিল (১ম বর্ষ ২য় সেমিষ্টার) v. জিষ্ণু (১ম বর্ষ ২য় সেমিষ্টার) vi. ইমন (১ম বর্ষ ২য় সেমিষ্টার) vii. নাহিদ (১ম বর্ষ ২য় সেমিষ্টার) viii.পাপ্পু (২য় বর্ষ ২য় সেমিষ্টার) ix. আশিক (২য় বর্ষ ২য় সেমিষ্টার) b. বুটিক শপের সাথে একটা Gentlemen Agreement করার ব্যাপারে আলোচনা করা। আমরা আমাদের গ্রুপ থেকে তাদেরকে বিভিন্ন সময়োপযোগী স্লোগান ও ডিজাইন দিব, তারা এইগুলো ব্যবহার করে বিভিন্ন ড্রেস তৈরী করবে, যেগুলো অন্তত আমাদের গ্রুপের অনেক সদস্যই কিনতে আগ্রহী হবে।

পাশাপাশি অন্য অনেকেই এই ডিজাইন এবং বক্তব্যগুলোকে ভালভাবে গ্রহন করবে বলেই আমরা আশা করছি। বুটিক শপগুলো আমাদের গ্রুপের পরিচিতি তাদের ডিজাইনে যুক্ত করে আমাদের আন্দোলনকে আরও সহায়তা করতে পারে। এতে করে দুই পক্ষই যে লাভবান হবে এই ব্যাপারটি বুটিক শপের কাছে তুলে ধরার জন্য একটি সেচ্ছাসেবী দল গঠন করা হয়ঃ i. শাহরিয়ার (২য় বর্ষ ২য় সেমিষ্টার) ii. বিশ্ব (২য় বর্ষ ২য় সেমিষ্টার) iii. তামিম (২য় বর্ষ ২য় সেমিষ্টার) iv. অনুপ (১ম বর্ষ ২য় সেমিষ্টার) c. শাবিপ্রবি ক্যাম্পাসে আসা যাওয়ার জন্য পাবলিক পরিবহন হচ্ছে সিএনজি এবং টেম্পু। এগুলোতে প্রায়ই স্টুডেন্টদের পরোক্ষ ধূমপানের শিকার হতে হয়। এটা বন্ধ করার ব্যপারে সিএনজি চালকদের সচেতন করা হবে।

পরোক্ষ ধুমপান বন্ধ হলে যে সিএনজি এবং টেম্পুতে স্টুডেন্ট যাত্রী বাড়বে এবং তারাও লাভবান হবে এটা বলেও তাদেরকে উৎসাহিত করা হবে। এই কাজটি করার জন্য একটি সেচ্ছাসেবী দল গঠন করা হয়ঃ i. শুভ (৪র্থ বর্ষ ২য় সেমিষ্টার) ii. সিহাম (২য় বর্ষ ২য় সেমিষ্টার) iii. সাকিব (২য় বর্ষ ২য় সেমিষ্টার) iv. অনিন্দ্য (১ম বর্ষ ২য় সেমিষ্টার) v. সৌরভ (১ম বর্ষ ২য় সেমিষ্টার) d. দেশের সার্বিক সিগারেটের উৎপাদন, ধূমপানের ফলে দেশের সার্বিক ক্ষতি, এই সম্পর্কিত পরিসংখ্যান সংগ্রহ করার জন্য একটি সেচ্ছাসেবী দল গঠন করা হয়ঃ i. সাকিন (২য় বর্ষ ২য় সেমিষ্টার) ii. লাবিবা (২য় বর্ষ ২য় সেমিষ্টার) মিটিঙয়ে উপস্থিত সদস্যবৃন্দঃ 1. শহীদুল ইসলাম, প্রভাষক, শাবিপ্রবি 2. মোঃ রুহুল আমীন, প্রভাষক, শাবিপ্রবি 3. মোঃ আবু নাসের বিকাশ, প্রভাষক, শাবিপ্রবি 4. মোঃ আক্তার হোসেন, প্রভাষক, শাবিপ্রবি 5. মারুফা রাহমী তাসনিমা, প্রভাষক, শাবিপ্রবি 6. মোঃ নাজমুস শাহাদাত, প্রভাষক, শাবিপ্রবি 7. অসংখ্য ছাত্রছাত্রী। আরো আইডিয়া বের করার জন্য আমরা সার্বক্ষণিক ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের চিন্তা শেয়ার করতে থাকব। সেচ্ছাসেবক হিসাবে যে কেউ যোগ দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.